সৌদি আরবে অবস্থানরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন।
মক্কা শাখা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জানান, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম শনিবার সন্ধ্যায় মদিনা থেকে মক্কায় পৌঁছান। এশার নামাজের পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে ওমরাহ পালন করেন তারা।
পরে মির্জা ফখরুল বাংলাদেশ, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন।
আজাদ বলেন, বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের লাখ লাখ নেতাকর্মীর জন্য দোয়া করেছেন।
তিনি আরো বলেন, রোববার মির্জা ফখরুল ও তার স্ত্রী মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন মাউন্ট আরাফাত, মিনা-মুজদালিফা, মাকামে ইব্রাহিম, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, নামিরাহ মসজিদ এবং মক্কা জাদুঘর পরিদর্শন করবেন।
মক্কা জেলা বিএনপির সভাপতি জানান, সোমবার মক্কা থেকে জেদ্দা যাচ্ছেন মির্জা ফখরুল।
৮ মে (বুধবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির এই নেতা ও তার স্ত্রীর।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তার স্ত্রী রাহাত আরা বেগম সাথে ছিলেন।