ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo এবার শাপলা প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে Logo ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি Logo শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত Logo স্বর্নের দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা Logo ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’ Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম

বাকৃবির আমবাগানে আপত্তিকর অবস্থায় ছাত্রী-শিক্ষক আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক শিক্ষক ও ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

শনিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগীয় মাঠ ও আমবাগান সংলগ্ন এলাকায় শিক্ষক-ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে জানান কয়েকজন শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম। আর ওই ছাত্রী কৃষি অনুষদে প্রথম বর্ষে অধ্যয়নরত।

বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে হলে নিয়ে আসেন প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। পরে প্রক্টর ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারির উপস্থিতিতে নিজ হাতে পুরো ঘটনার একটি স্বীকারোক্তি লিখে জমা দেন ওই ছাত্রী।

স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি।

স্বীকারোক্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই ফেসবুকে সহযোগী অধ্যাপক শফিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। ভর্তির পর ক্লাস শুরু হলে তিনি জানতে পারেন, ওই শিক্ষক তাদের একটি ব্যবহারিক কোর্সের কোর্স শিক্ষক। পরে মেসেঞ্জারে আলাপের মাধ্যমে ওই শিক্ষকের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওই শিক্ষক বিবাহিত বিষয়টিও জানতেন শিক্ষার্থী। শিক্ষক শফিকুল ইসলাম নিজের গাড়িতে তাকে নিয়ে গাজীপুরের একটি রিসোর্ট, মুক্তাগাছাসহ বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন।

সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তদন্তসাপেক্ষে পরবর্তীসময়ে সব পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘আপত্তিকর অবস্থায় আমাকে পাওয়া গেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মেয়েটা আমার গাড়িতেই ছিল, আমি তাকে হলগেটে পৌঁছে দিয়েছি। পরে শুনলাম হলে নাকি কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে কিছু বক্তব্য ও সই নিয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প

বাকৃবির আমবাগানে আপত্তিকর অবস্থায় ছাত্রী-শিক্ষক আটক

আপডেট সময় ০৭:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক শিক্ষক ও ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

শনিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগীয় মাঠ ও আমবাগান সংলগ্ন এলাকায় শিক্ষক-ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে জানান কয়েকজন শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম। আর ওই ছাত্রী কৃষি অনুষদে প্রথম বর্ষে অধ্যয়নরত।

বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে হলে নিয়ে আসেন প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। পরে প্রক্টর ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারির উপস্থিতিতে নিজ হাতে পুরো ঘটনার একটি স্বীকারোক্তি লিখে জমা দেন ওই ছাত্রী।

স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি।

স্বীকারোক্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই ফেসবুকে সহযোগী অধ্যাপক শফিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। ভর্তির পর ক্লাস শুরু হলে তিনি জানতে পারেন, ওই শিক্ষক তাদের একটি ব্যবহারিক কোর্সের কোর্স শিক্ষক। পরে মেসেঞ্জারে আলাপের মাধ্যমে ওই শিক্ষকের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওই শিক্ষক বিবাহিত বিষয়টিও জানতেন শিক্ষার্থী। শিক্ষক শফিকুল ইসলাম নিজের গাড়িতে তাকে নিয়ে গাজীপুরের একটি রিসোর্ট, মুক্তাগাছাসহ বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন।

সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তদন্তসাপেক্ষে পরবর্তীসময়ে সব পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘আপত্তিকর অবস্থায় আমাকে পাওয়া গেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মেয়েটা আমার গাড়িতেই ছিল, আমি তাকে হলগেটে পৌঁছে দিয়েছি। পরে শুনলাম হলে নাকি কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে কিছু বক্তব্য ও সই নিয়েছে।’