নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি ফাহিম। স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টঙ্গী কলেজ রোড এলাকায় বাস করত। গত ২৬ এপ্রিল রাতে কলেজ রোড কাঁচাবাজার রাস্তার মোড় এলাকায় এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হলে এরপর আর ফিরে আসেনি। তার পরনে কালো জিন্স প্যান্ট, গায়ে নীল টি-শার্ট ছিল। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মাথার চুল ছোট। আচরণ সহজ-সরল প্রকৃতির। তার সঙ্গে কোনো টাকাপয়সা বা মোবাইল ছিল না।
ফাহিমের বড় ভাই মিজানুর রহমান খান বলেন, অনেক আগে আমি আমার বাবাকে হারিয়েছি। ছোট ভাই, দুই বোন ও মাকে নিয়ে আমাদের সংসার। দুই ভাইয়ের চাকরির আয়ে ছিল আমাদের লেখাপড়া ও জীবনযাপন। আমার অসহায় মা ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন। আজ এতদিন ছোট ভাইয়ের নিখোঁজ থাকার বেদনা আমাদের পরিবার বহন করতে পারছে না।
তিনি বলেন, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছে খোঁজ নিয়েছি, কেউ তার সন্ধান দিতে পারেনি। বাধ্য হয়ে গত ২৯ এপ্রিল টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। (জিডি নং-১৪৯১, তারিখ-২৯-৪-২০২৪) কিন্তু থানা থেকেও আশানুরূপ কোনো সুখবর পাইনি। বিষয়টি উত্তরা র্যাব-১ অফিসেও অবগত করেছি।
কোনো সহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে পুলিশ প্রশাসন অথবা আমার মোবাইল ০১৭৪০৬০৪৫৮৭ জানানোর অনুরোধ করছি।