ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের বোলিং হুংকারে কুপোকাত আফগানরা

টাইগারদের বোলিং হুংকারে কুপোকাত আফগানরা

নবম ওভারে দলীয় ৪৭ রানে ইব্রাহিম জাদরানকে ২২ রানে আউট করার পর তিনে নামা রহমত শাহর ইনিংস বড় করতে দেননি সাকিব। ফেরান ১৮ রানে। এরপর গুরবাজের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে আফগানদের টেনে নেইয়ার চেষ্টা করেন অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। ৩৯ রানের এই জুটি ভাঙেন অফ স্পিনার মিরাজ।

২৫তম ওভারে মিরাজের অফ স্টাম্পের বাইরের বল টেনে মারার চেষ্টা ছিল শহীদির। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি, ক্যাচ যায় তাওহিদ হৃদয়ের হাতে। ৩৮ বলে ১৮ রানে ফেরেন আফগান দলপতি।

ঠিক পরের ওভারটিতে আরেকটি সাফল্য পায় বাংলাদেশ। এবার মুস্তাফিজ ফেরান ওপেনার গুরবাজকে। অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করতে চেয়েছিলেন ব্যাটার। তবে ক্যাচ উঠে যায় ডিপ পয়েন্টে। তালুবন্দি করতে ভুল হয়নি তানজিদ হাসানের। ৪৭ রানে ফেরেন গুরবাজ। ৬২ বলে ৪টি চারের সঙ্গে ছয় ১টি মারেন আফগান ওপেনার।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

টাইগারদের বোলিং হুংকারে কুপোকাত আফগানরা

আপডেট সময় ০২:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

নবম ওভারে দলীয় ৪৭ রানে ইব্রাহিম জাদরানকে ২২ রানে আউট করার পর তিনে নামা রহমত শাহর ইনিংস বড় করতে দেননি সাকিব। ফেরান ১৮ রানে। এরপর গুরবাজের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে আফগানদের টেনে নেইয়ার চেষ্টা করেন অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। ৩৯ রানের এই জুটি ভাঙেন অফ স্পিনার মিরাজ।

২৫তম ওভারে মিরাজের অফ স্টাম্পের বাইরের বল টেনে মারার চেষ্টা ছিল শহীদির। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি, ক্যাচ যায় তাওহিদ হৃদয়ের হাতে। ৩৮ বলে ১৮ রানে ফেরেন আফগান দলপতি।

ঠিক পরের ওভারটিতে আরেকটি সাফল্য পায় বাংলাদেশ। এবার মুস্তাফিজ ফেরান ওপেনার গুরবাজকে। অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করতে চেয়েছিলেন ব্যাটার। তবে ক্যাচ উঠে যায় ডিপ পয়েন্টে। তালুবন্দি করতে ভুল হয়নি তানজিদ হাসানের। ৪৭ রানে ফেরেন গুরবাজ। ৬২ বলে ৪টি চারের সঙ্গে ছয় ১টি মারেন আফগান ওপেনার।