ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

তীব্র গরমে ঢলে পড়লেন রিকশাচালক, ছুটে গিয়ে প্রাণ বাঁচালো পুলিশ

যাত্রীসহ ফলমূল বোঝাই রিকশা নিয়ে যাচ্ছিলেন এক চালক। রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে হঠাৎ চলন্ত রিকশা থেকে ঢলে পড়েন তিনি। কাছে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা দৌড়ে যান। তাকে উদ্ধার করে ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। সেখানে পানি, সরবত ও স্যালাইন খাওয়ানো হয়। মাথায় ঢালা হয় পানি। এরপর স্বাভাবিক হতে থাকেন ওই রিকশা চালক। প্রায় এক ঘণ্টা ট্রাফিক পুলিশ সদস্যদের শুশ্রূষায় সুস্থ হন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কর্তব্যরত ট্রাফিক-ওয়ারীর ওয়ারী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পবিত্র বিশ্বাস বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে ডিউটি করছিলাম। হঠাৎ শব্দ হলো। ঘুরে তাকিয়ে দেখি রিকশা থেকে একজন পড়ে সড়কে সজ্ঞাহীন হয়ে গেছেন। দৌড়ে কাছে গেলাম। রিকশায় যাত্রীসহ ফলমূল বোঝাই ছিল। মাথার উপরে তখন প্রচণ্ড রোদ আর গরম।

টিআই পবিত্র বিশ্বাস বলেন, সেখানে গিয়ে দেখি দুই যাত্রীর একজন রিকশা চালকের নাকে স্যান্ডেল ধরছেন। পরে তাদের সরিয়ে দ্রুত অন্য সহকর্মীদের নিয়ে ওই রিকশাচালককে উদ্ধার করে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাই। তখন তিনি ইশারা করছেন, পানির কথা বলাতেই মাথা নাড়ান। পুলিশ বক্সে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিকশাচালককে খাওয়ানো হয়। আনা হয় ডাবের পানিও। এরপর তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা তার নাম জানতে পারিনি। তার বাড়ি কুমিল্লায়। প্রচণ্ড গরমের কারণে তার এমন হয়েছে।

তিনি বলেন, আজ ভীষণ ভালো লাগছে। একটা শ্রমজীবী মানুষ তাপদাহে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত সহযোগিতায় তিনি প্রাণ ফিরে পেয়েছেন, তা না হলে হয়তো হিট স্ট্রোকে তার মৃত্যুও হতে পারতো। তিনি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

তীব্র গরমে ঢলে পড়লেন রিকশাচালক, ছুটে গিয়ে প্রাণ বাঁচালো পুলিশ

আপডেট সময় ০৪:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

যাত্রীসহ ফলমূল বোঝাই রিকশা নিয়ে যাচ্ছিলেন এক চালক। রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে হঠাৎ চলন্ত রিকশা থেকে ঢলে পড়েন তিনি। কাছে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা দৌড়ে যান। তাকে উদ্ধার করে ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। সেখানে পানি, সরবত ও স্যালাইন খাওয়ানো হয়। মাথায় ঢালা হয় পানি। এরপর স্বাভাবিক হতে থাকেন ওই রিকশা চালক। প্রায় এক ঘণ্টা ট্রাফিক পুলিশ সদস্যদের শুশ্রূষায় সুস্থ হন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কর্তব্যরত ট্রাফিক-ওয়ারীর ওয়ারী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পবিত্র বিশ্বাস বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে ডিউটি করছিলাম। হঠাৎ শব্দ হলো। ঘুরে তাকিয়ে দেখি রিকশা থেকে একজন পড়ে সড়কে সজ্ঞাহীন হয়ে গেছেন। দৌড়ে কাছে গেলাম। রিকশায় যাত্রীসহ ফলমূল বোঝাই ছিল। মাথার উপরে তখন প্রচণ্ড রোদ আর গরম।

টিআই পবিত্র বিশ্বাস বলেন, সেখানে গিয়ে দেখি দুই যাত্রীর একজন রিকশা চালকের নাকে স্যান্ডেল ধরছেন। পরে তাদের সরিয়ে দ্রুত অন্য সহকর্মীদের নিয়ে ওই রিকশাচালককে উদ্ধার করে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাই। তখন তিনি ইশারা করছেন, পানির কথা বলাতেই মাথা নাড়ান। পুলিশ বক্সে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিকশাচালককে খাওয়ানো হয়। আনা হয় ডাবের পানিও। এরপর তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা তার নাম জানতে পারিনি। তার বাড়ি কুমিল্লায়। প্রচণ্ড গরমের কারণে তার এমন হয়েছে।

তিনি বলেন, আজ ভীষণ ভালো লাগছে। একটা শ্রমজীবী মানুষ তাপদাহে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত সহযোগিতায় তিনি প্রাণ ফিরে পেয়েছেন, তা না হলে হয়তো হিট স্ট্রোকে তার মৃত্যুও হতে পারতো। তিনি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।