ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শপথের আগে ওয়াশিংটনে হাজার হাজার মানুষের ট্রাম্প-বিরোধী বিক্ষোভ Logo সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার,রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি Logo স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা Logo জাবিতে মহিলা হলে বহিরাগত যুবক আটক Logo শীতে কাপছে পঞ্চগড়, একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে ৭.৯ ডিগ্রিতে নামল Logo একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo থানার ভেতরে পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল Logo যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

জোড়া শিকারে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ

আইপিএলে সর্বোচ্চ উইকেটধারীর জন্য টুপির রঙ পার্পল। আসরের শুরুর দিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছে পার্পল ক্যাপ নিয়ে। সেরার তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই। তিন ম্যাচ পর ফের শীর্ষে উঠেছেন ফিজ।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন ফিজ। সেটাও ম্যাচের একেবারে শেষে গিয়ে। ১৯তম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদকাটের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। ৮ ম্যাচ শেষে তার ঝুলিতে এখন ১৪ উইকেট।

অবশ্য শীর্ষ স্থানে উঠলেও হারানো পার্পল ক্যাপটা পাওয়া হচ্ছে না ফিজের। সমানসংখ্যক উইকেট পাওয়া ভারতের জাসপ্রিত বুমরাহর কাছেই থাকছে বিশেষ স্বীকৃতির মালিকানা। উইকেটপ্রতি রান খরচের বেলায় মুস্তাফিজ ছিলেন খরুচে। প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন ২১.১৪ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ১০ এর কাছাকাছি। সে তুলনায় বেশ কৃপণ বুমরাহ। ভারতের এই বোলার ১৭.০৭ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। আর ওভারপ্রতি খরচ করেছেন ৬.৬৩ রান।

১৪ উইকেট পেয়েছেন আরও একজন। তিনি পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। তবে রান দেয়ার বেলায় ফিজকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি। ২৩.৩৮ গড়ে উইকেট পেয়েছেন। ওভারপ্রতি দিয়েছেন ১০.১৮ রান।

এদিকে ফিজের পর চেন্নাই শিবিরে আরও একজন নিজেকে উঠিয়ে এনেছেন পার্পল ক্যাপের দৌড়ে। মাত্র ৬ ম্যাচে ১৩ উইকেট পাওয়া মাথিশা পাথিরানা এই মুহূর্তে বোলারদের তালিকায় আছেন দুইয়ে। ইনজুরির কারণে আসরের শুরুর তিন ম্যাচ মিস করলেও নিজের জাত চেনাতে সময় নেননি এই লঙ্কান পেসার।

এখন পর্যন্ত ১৩ গড় আর ৭.৬৮ ইকোনমিতে বল করেছেন পাথিরানা। তাতেই পেয়েছেন ১৩ উইকেট। নিজের ক্ষুরধার ফর্ম বজায় রাখলে খুব দ্রুতই হয়য় পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জোড়া শিকারে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ

আপডেট সময় ১২:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আইপিএলে সর্বোচ্চ উইকেটধারীর জন্য টুপির রঙ পার্পল। আসরের শুরুর দিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছে পার্পল ক্যাপ নিয়ে। সেরার তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই। তিন ম্যাচ পর ফের শীর্ষে উঠেছেন ফিজ।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন ফিজ। সেটাও ম্যাচের একেবারে শেষে গিয়ে। ১৯তম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদকাটের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। ৮ ম্যাচ শেষে তার ঝুলিতে এখন ১৪ উইকেট।

অবশ্য শীর্ষ স্থানে উঠলেও হারানো পার্পল ক্যাপটা পাওয়া হচ্ছে না ফিজের। সমানসংখ্যক উইকেট পাওয়া ভারতের জাসপ্রিত বুমরাহর কাছেই থাকছে বিশেষ স্বীকৃতির মালিকানা। উইকেটপ্রতি রান খরচের বেলায় মুস্তাফিজ ছিলেন খরুচে। প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন ২১.১৪ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ১০ এর কাছাকাছি। সে তুলনায় বেশ কৃপণ বুমরাহ। ভারতের এই বোলার ১৭.০৭ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। আর ওভারপ্রতি খরচ করেছেন ৬.৬৩ রান।

১৪ উইকেট পেয়েছেন আরও একজন। তিনি পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। তবে রান দেয়ার বেলায় ফিজকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি। ২৩.৩৮ গড়ে উইকেট পেয়েছেন। ওভারপ্রতি দিয়েছেন ১০.১৮ রান।

এদিকে ফিজের পর চেন্নাই শিবিরে আরও একজন নিজেকে উঠিয়ে এনেছেন পার্পল ক্যাপের দৌড়ে। মাত্র ৬ ম্যাচে ১৩ উইকেট পাওয়া মাথিশা পাথিরানা এই মুহূর্তে বোলারদের তালিকায় আছেন দুইয়ে। ইনজুরির কারণে আসরের শুরুর তিন ম্যাচ মিস করলেও নিজের জাত চেনাতে সময় নেননি এই লঙ্কান পেসার।

এখন পর্যন্ত ১৩ গড় আর ৭.৬৮ ইকোনমিতে বল করেছেন পাথিরানা। তাতেই পেয়েছেন ১৩ উইকেট। নিজের ক্ষুরধার ফর্ম বজায় রাখলে খুব দ্রুতই হয়য় পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়।