শুধু অনলাইন নয় অফলাইনে ছবি, ভিডিও ও বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।
সূত্রে জানা যায়,‘শেয়ারইট’সহ অন্যান্য ফাইল শেয়ারিং অ্যাপের মতো এই ফিচার কাজ করবে ।
সাধারণত ফাইল শেয়ারিং অ্যাপগুলোতে যে পদ্ধতিতে কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্টস শেয়ার করা হয়, তেমনি ভাবে কোনো ইন্টারনেটের সংযোগ ছাড়াই ব্লুটুথের মাধ্যমে ফাইল শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে।
এর জন্য স্বাভাবিকভাবে স্মার্টফোনগুলোকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে। নেট দুনিয়ায় ইতোমধ্যে এই বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে ।
প্রতিবেদন জানা গেছে,অফলাইনে শেয়ার হওয়া ফাইল, সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে। তাই প্রাইভেসি নিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন ফিচার সম্পর্কিত একটি স্ক্রিনশট নেট দুনিয়ায় ছড়িয়ে পরার পরই এটি ব্যবহার জন্য মুখিয়ে আছে ব্যবহারকারীরা।
ফিচার দেখা গেছে, ডেটা কানেকশন ছাড়াই কাছাকাছি থাকা মোবাইল ফোনে ছবি পাঠানো যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তবে হ্যান্ডসেটের গ্যালারি, ফাইল ও ডকুমেন্ট অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে আলাদাভাবে।
ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বেটা ভার্সনে চালু হয়েছে। খুব দ্রুতই সবার অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এটি রোল আউট শুরু করা হবে ফিচারটি। তবে অবশ্যই হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনে আপডেট করে নিতে হবে অ্যাপটি।