চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ তিনদফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ । ফলে আজ রোববার ভোর ৬টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ যাত্রীবাহী যানবাহন বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।
খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে যাওয়ার জন্য অনেকেই রাস্তায় এসে বাস না পেয়ে বিকল্প বাহণ খোঁজ করেও পাচ্ছেন না। দু-একটি রিকশা পাওয়া গেলেও গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া ও পোহাতে হচ্ছে দুর্ভোগ।
একইভাবে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামগামী যাত্রীরা। অনেকেই কাউন্টারে আসার পর জানতে যাত্রীবাহী যান চলাচল বন্ধ।
প্রতিদিন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ৯০টি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ১৮টি যাত্রীবাহী বাস চলাচল করে। এই দুই সড়কে অন্তত ৬ হাজার যাত্রী বাসে চলাচল করেন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা আমাদের মৌখিকভাবে বাস চলাচল বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন। আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রী পরিবহন বন্ধ থাকবে।’