ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি পালন Logo অনলাইন জুয়ায় গাড়ি-বাড়ি হারিয়ে যুবকের দুধ দিয়ে তওবার গোসল Logo লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ভাই হিসেবে মেরেছি Logo ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে পাকিস্তানের ‘বুনিয়ান-উন-মারসুস’ Logo ভারতে ৪ টিভি চ্যানেল বন্ধ: ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার Logo উপশাখা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবসব্যাপী কর্মশালা Logo তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের ৬ বিভাগ Logo পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ Logo মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ঢাকায় আটক

চাঁদপুরে বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ে না করানোয় ছেলে ক্ষুব্ধ হয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। আজ শনিবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

মারা যাওয়া নারীর নাম রানু বেগম (৫৭)। তিনি ফরিদগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের আতর খানের স্ত্রী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তার ছেলের নাম রাসেল (২৭)।

মামলার বরাত দিয়ে সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ে করার জন্য পরিবারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু ছেলে বেকার হওয়ায় তার কথায় কেউ কর্ণপাত করেননি। বিয়ের দাবি পূরণ না করায় গতকাল শুক্রবার দুপুরে রাসেল তার মাকে একা পেয়ে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে বাবাকে ফোন করে মাকে কুপিয়ে ঘরে ফেলে আসার কথা জানান রাসেল। এর আগে রাসেল তার বাবা আতর খানকেও পিটিয়েছিলেন।

এ ঘটনায় আতর খান বাদী হয়ে আজ শনিবার সকালে অভিযুক্ত ছেলে রাসেলের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাত আটটার দিকে ফরিদগঞ্জের কেরোয়া এলাকা থেকে রাসেলকে আটক করে। এ সময় ধারালো রক্তমাখা কাঁচি, শার্ট ও লুঙ্গি জব্দ করা হয়েছে। পরে ওই মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়। আজ বিকেলে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ

চাঁদপুরে বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ে না করানোয় ছেলে ক্ষুব্ধ হয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। আজ শনিবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

মারা যাওয়া নারীর নাম রানু বেগম (৫৭)। তিনি ফরিদগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের আতর খানের স্ত্রী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তার ছেলের নাম রাসেল (২৭)।

মামলার বরাত দিয়ে সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ে করার জন্য পরিবারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু ছেলে বেকার হওয়ায় তার কথায় কেউ কর্ণপাত করেননি। বিয়ের দাবি পূরণ না করায় গতকাল শুক্রবার দুপুরে রাসেল তার মাকে একা পেয়ে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে বাবাকে ফোন করে মাকে কুপিয়ে ঘরে ফেলে আসার কথা জানান রাসেল। এর আগে রাসেল তার বাবা আতর খানকেও পিটিয়েছিলেন।

এ ঘটনায় আতর খান বাদী হয়ে আজ শনিবার সকালে অভিযুক্ত ছেলে রাসেলের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাত আটটার দিকে ফরিদগঞ্জের কেরোয়া এলাকা থেকে রাসেলকে আটক করে। এ সময় ধারালো রক্তমাখা কাঁচি, শার্ট ও লুঙ্গি জব্দ করা হয়েছে। পরে ওই মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়। আজ বিকেলে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।