ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ষকদের শাস্তির হবে প্রকাশ্য মৃত্যুদন্ড: পাবিপ্রবি শিক্ষার্থীরা Logo ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ Logo ‘জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরব সমুন্নত রাখতে হবে’স্বরাষ্ট্র উপদেষ্টা Logo টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান Logo ভারতকে হারালে ১ কোটি রুপি পুরস্কার পাবেন রিজওয়ানরা, প্রতিশ্রুতি গভর্নরের Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন

শিল্পখাতে উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • 160

শিল্পখাতে উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতির কারণে এলএনজি এবং সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে এই সাক্ষাৎকার নেয় কাতার টিভি কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এ সময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ টিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে। শিল্পের অন্যান্য খাতও কাতারের জন্য উন্মুক্ত। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

সেই থেকে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। গতবছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরো উন্নত হয়েছে। কাতারের আমিরের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন। বাংলাদেশে তার প্রথমবারের মতো সফরকে স্মরণীয় রাখতে, তাঁর নামে রাজধানীর একটি সড়ক ও পার্কের নামকরণ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ধর্ষকদের শাস্তির হবে প্রকাশ্য মৃত্যুদন্ড: পাবিপ্রবি শিক্ষার্থীরা

শিল্পখাতে উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতির কারণে এলএনজি এবং সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে এই সাক্ষাৎকার নেয় কাতার টিভি কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এ সময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ টিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে। শিল্পের অন্যান্য খাতও কাতারের জন্য উন্মুক্ত। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

সেই থেকে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। গতবছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরো উন্নত হয়েছে। কাতারের আমিরের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন। বাংলাদেশে তার প্রথমবারের মতো সফরকে স্মরণীয় রাখতে, তাঁর নামে রাজধানীর একটি সড়ক ও পার্কের নামকরণ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।