ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শপথের আগে ওয়াশিংটনে হাজার হাজার মানুষের ট্রাম্প-বিরোধী বিক্ষোভ Logo সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার,রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি Logo স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা Logo জাবিতে মহিলা হলে বহিরাগত যুবক আটক Logo শীতে কাপছে পঞ্চগড়, একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে ৭.৯ ডিগ্রিতে নামল Logo একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo থানার ভেতরে পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল Logo যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

আজ রাতে মাঠে নামছে বার্সা-রিয়াল

স্বপ্নভঙ্গ আর স্বপ্নপূরণের গল্পে নাম লেখানো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ মুখোমুখি হচ্ছে লা লিগায়। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটি চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো।

এমনিতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এবারের লড়াইয়ে শিরোপানির্ধারণে ভূমিকা কম। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট সমান ম্যাচে ৭০। অতি নাটকীয় কিছু না ঘটলে লিগের বাকি ৭ ম্যাচে ৮ পয়েন্টের ব্যবধান ঘুচানোর সম্ভাবনা নেই বললেই চলে। গত সেপ্টেম্বরে লিগের ষষ্ঠ রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩–১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ; এরপর থেকে কোনো প্রতিযোগিতায়ই নব্বই মিনিটের মধ্যে একটি ম্যাচও হারেনি লস ব্লাঙ্কোসরা। এ সময়ে লিগে খেলা ২৫ ম্যাচের ১৯টিতেই জিতেছে কার্লো আনচেলত্তির দল, ড্র ৬টিতে।

জাভি হার্নান্দেজের বার্সেলোনা অবশ্য প্রথম পাঁচ মাস ছিল নিজেদের ছায়া হয়ে। গতবারের লিগ চ্যাম্পিয়নরা বেশির ভাগ সময় ছিল লিগ পয়েন্ট তালিকার তিন নম্বরে। জানুয়ারির শেষ সপ্তাহে জাভি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর অবশ্য নাটকীয় মোড় দেখা দেয়।

গত সপ্তাহে পিএসজির কাছে ৪–১ ব্যবধানে হারের আগপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা (১০ জয়, ৩ ড্র)। ঘরের বাইরে এল ক্লাসিকোর সাম্প্রতিক রেকর্ডও কথা বলছে কাতালান ক্লাবটির পক্ষেই। রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতায় খেলা সর্বশেষ ১৮ অ্যাওয়ে ম্যাচের ১০টিতেই জয় বার্সার।

তবে বার্নাব্যুর আজকের ম্যাচে বার্সেলোনা জয়ের তাড়নাটা বেশি থাকবে বিশেষ দুটি কারণে। প্রথমত, কোচ হিসেবে এটিই জাভির শেষ এল ক্লাসিকো। বিদায়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি জয় নিয়ে যেতে চাইবেন খুব করে। দ্বিতীয় কারণ সমাপ্তিজনিত। ২০২৩–২৪ মৌসুমে কিছুই পাওয়া হচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে—দুটি অভিযানই থেমেছে শেষ আটে। স্প্যানিশ সুপার কাপে মাঠ ছাড়তে হয়েছে রানার্সআপ ট্রফি নিয়ে। লিগটাও পাওয়া হচ্ছে না, অনেকটা নিশ্চিতই। এখন শেষ বেলায় বার্নাব্যুতে এল ক্লাসিকো জয় সমর্থকদের যদি কিছুটা সান্ত্বনা দেয়!

জনপ্রিয় সংবাদ

আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ রাতে মাঠে নামছে বার্সা-রিয়াল

আপডেট সময় ০৬:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

স্বপ্নভঙ্গ আর স্বপ্নপূরণের গল্পে নাম লেখানো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ মুখোমুখি হচ্ছে লা লিগায়। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটি চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো।

এমনিতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এবারের লড়াইয়ে শিরোপানির্ধারণে ভূমিকা কম। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট সমান ম্যাচে ৭০। অতি নাটকীয় কিছু না ঘটলে লিগের বাকি ৭ ম্যাচে ৮ পয়েন্টের ব্যবধান ঘুচানোর সম্ভাবনা নেই বললেই চলে। গত সেপ্টেম্বরে লিগের ষষ্ঠ রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩–১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ; এরপর থেকে কোনো প্রতিযোগিতায়ই নব্বই মিনিটের মধ্যে একটি ম্যাচও হারেনি লস ব্লাঙ্কোসরা। এ সময়ে লিগে খেলা ২৫ ম্যাচের ১৯টিতেই জিতেছে কার্লো আনচেলত্তির দল, ড্র ৬টিতে।

জাভি হার্নান্দেজের বার্সেলোনা অবশ্য প্রথম পাঁচ মাস ছিল নিজেদের ছায়া হয়ে। গতবারের লিগ চ্যাম্পিয়নরা বেশির ভাগ সময় ছিল লিগ পয়েন্ট তালিকার তিন নম্বরে। জানুয়ারির শেষ সপ্তাহে জাভি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর অবশ্য নাটকীয় মোড় দেখা দেয়।

গত সপ্তাহে পিএসজির কাছে ৪–১ ব্যবধানে হারের আগপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা (১০ জয়, ৩ ড্র)। ঘরের বাইরে এল ক্লাসিকোর সাম্প্রতিক রেকর্ডও কথা বলছে কাতালান ক্লাবটির পক্ষেই। রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতায় খেলা সর্বশেষ ১৮ অ্যাওয়ে ম্যাচের ১০টিতেই জয় বার্সার।

তবে বার্নাব্যুর আজকের ম্যাচে বার্সেলোনা জয়ের তাড়নাটা বেশি থাকবে বিশেষ দুটি কারণে। প্রথমত, কোচ হিসেবে এটিই জাভির শেষ এল ক্লাসিকো। বিদায়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি জয় নিয়ে যেতে চাইবেন খুব করে। দ্বিতীয় কারণ সমাপ্তিজনিত। ২০২৩–২৪ মৌসুমে কিছুই পাওয়া হচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে—দুটি অভিযানই থেমেছে শেষ আটে। স্প্যানিশ সুপার কাপে মাঠ ছাড়তে হয়েছে রানার্সআপ ট্রফি নিয়ে। লিগটাও পাওয়া হচ্ছে না, অনেকটা নিশ্চিতই। এখন শেষ বেলায় বার্নাব্যুতে এল ক্লাসিকো জয় সমর্থকদের যদি কিছুটা সান্ত্বনা দেয়!