ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের বিক্ষোভ ও বাইক শোডাউন Logo সোহাগ হত্যার মূল হোতা মহিনের দোষ স্বীকার করে জবানবন্দি Logo পাকিস্তানকে দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ Logo ‘স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না’-সালাহউদ্দিন Logo টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন Logo হারোনো বিজ্ঞপ্তি :খুজে পাওয়া যাচ্ছে না বাক প্রতিবন্ধী ওবায়দুল্লাহকে Logo বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম Logo জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ Logo ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান Logo অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ, সংশোধিত আইনে প্রথম আদেশ

প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন লিটন দাস

প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। সেই সাথে জিতেছেন মিরাজও।

মিরাজ ও লিটন—দুজনই এর আগে প্রথম আলোর ক্রীড়া পুরস্কার জিতেছেন। ২০২১ সালে বর্ষসেরা রানারআপ হয়েছেন দুজনই। কাল ২০২২ সালের জন্যও বর্ষসেরা রানারআপের পুরস্কার জিতলেন এই দুজন। লিটন ২০২২ সালে ১০ টেস্ট খেলে ৪৪.৪৪ গড়ে করেছেন ঠিক ৮০০ রান, ১৩ ওয়ানডেতে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান, ১৯ টি-টোয়েন্টিতে ১৪০.২০ স্ট্রাইক রেটে ৫৪৪ রান, এর মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের সেই ইনিংস। তিন সংস্করণ মিলিয়ে ১৯৫৭ রান, যা ছিল এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের নতুন রেকর্ড। পাকিস্তানের বাবর আজমই শুধু লিটনের ওপরে ছিলেন।

২০২২ সালজুড়ে দাপট দেখিয়েছেন মিরাজও। সে বছর তিন সংস্করণ মিলিয়ে ২৯ ম্যাচে সর্বোচ্চ ৫৯ উইকেট, ব্যাটিংয়ে ৬৫৭ রান করেছেন। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটও নিয়েছেন। ওয়ানডেতে দুবার ৪ উইকেট, দুই ম্যাচেই জেতে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২ টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন।

আর বছরের শুরুতে ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর আফিফ হোসেনের সঙ্গে ১৭৪ রানের সেই অবিশ্বাস্য জুটি বাংলাদেশকে ম্যাচ জেতায়। বছরের শেষে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শেষ জুটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রান যোগ করে বাংলাদেশকে জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচে আটে নেমে শতক করেছেন, দলের জয় নিশ্চিত করেছেন।

মিরাজ এর আগে ২০১৬ সালে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তৃতীয়বারের মতো পুরস্কৃত হতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত মনে হলো মিরাজকে। প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে তিনি বললেন, ‘আমি সব সময় বলি, এটা আমাদের জন্য দারুণ এক মঞ্চ। শুধু যে পুরস্কৃত হচ্ছি, সে জন্য নয়। আমরা অন্য খেলার অর্জনগুলোও পুরস্কৃত হতে দেখি। অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়। ব্যস্ততার কারণে এই যোগাযোগটা হয়ে ওঠে না। প্রথম আলো পুরস্কারের সৌজন্যে সেটা সম্ভব হয়। আর এই পরিবেশটা আমি সব সময় উপভোগ করি।’

লিটনের কাছে এই পুরস্কার অনুপ্রেরণার, ‘ভালো লাগছে। স্বাভাবিক, যেকোনো ক্রীড়াবিদ বছর শেষে যখন তার পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়, তখন খুবই ভালো লাগে। গর্বিত মনে হয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। গত বছরও পেয়েছিলাম। এবারও পেলাম। আশা করি, সামনেও ভালো পারফর্ম করে যেতে পারব।’

মঞ্চে পুরস্কার নেওয়ার সময় ২০২২ সালের মতো আরও একটি সাফল্যে মোড়ানো বছরের স্বপ্ন দেখিয়েছেন লিটন, ‘খেলোয়াড় হিসেবে আমি সব সময় চাইব, যে রানটা করেছি, সে রানটা যেন করতে পারি বা তার চেয়েও ভালো করতে পারি। চেষ্টা সব সময় থাকে। পরিশ্রমও করছি। সব খেলাই এমন। অনেক সময় পরিশ্রম করেও ফল আসে না। তবে চেষ্টা করছি। হয়তো আগামী বছর বা এই বছর ভালো যাবে।’

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের বিক্ষোভ ও বাইক শোডাউন

প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন লিটন দাস

আপডেট সময় ১২:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। সেই সাথে জিতেছেন মিরাজও।

মিরাজ ও লিটন—দুজনই এর আগে প্রথম আলোর ক্রীড়া পুরস্কার জিতেছেন। ২০২১ সালে বর্ষসেরা রানারআপ হয়েছেন দুজনই। কাল ২০২২ সালের জন্যও বর্ষসেরা রানারআপের পুরস্কার জিতলেন এই দুজন। লিটন ২০২২ সালে ১০ টেস্ট খেলে ৪৪.৪৪ গড়ে করেছেন ঠিক ৮০০ রান, ১৩ ওয়ানডেতে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান, ১৯ টি-টোয়েন্টিতে ১৪০.২০ স্ট্রাইক রেটে ৫৪৪ রান, এর মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের সেই ইনিংস। তিন সংস্করণ মিলিয়ে ১৯৫৭ রান, যা ছিল এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের নতুন রেকর্ড। পাকিস্তানের বাবর আজমই শুধু লিটনের ওপরে ছিলেন।

২০২২ সালজুড়ে দাপট দেখিয়েছেন মিরাজও। সে বছর তিন সংস্করণ মিলিয়ে ২৯ ম্যাচে সর্বোচ্চ ৫৯ উইকেট, ব্যাটিংয়ে ৬৫৭ রান করেছেন। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটও নিয়েছেন। ওয়ানডেতে দুবার ৪ উইকেট, দুই ম্যাচেই জেতে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২ টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন।

আর বছরের শুরুতে ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর আফিফ হোসেনের সঙ্গে ১৭৪ রানের সেই অবিশ্বাস্য জুটি বাংলাদেশকে ম্যাচ জেতায়। বছরের শেষে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শেষ জুটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রান যোগ করে বাংলাদেশকে জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচে আটে নেমে শতক করেছেন, দলের জয় নিশ্চিত করেছেন।

মিরাজ এর আগে ২০১৬ সালে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তৃতীয়বারের মতো পুরস্কৃত হতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত মনে হলো মিরাজকে। প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে তিনি বললেন, ‘আমি সব সময় বলি, এটা আমাদের জন্য দারুণ এক মঞ্চ। শুধু যে পুরস্কৃত হচ্ছি, সে জন্য নয়। আমরা অন্য খেলার অর্জনগুলোও পুরস্কৃত হতে দেখি। অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়। ব্যস্ততার কারণে এই যোগাযোগটা হয়ে ওঠে না। প্রথম আলো পুরস্কারের সৌজন্যে সেটা সম্ভব হয়। আর এই পরিবেশটা আমি সব সময় উপভোগ করি।’

লিটনের কাছে এই পুরস্কার অনুপ্রেরণার, ‘ভালো লাগছে। স্বাভাবিক, যেকোনো ক্রীড়াবিদ বছর শেষে যখন তার পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়, তখন খুবই ভালো লাগে। গর্বিত মনে হয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। গত বছরও পেয়েছিলাম। এবারও পেলাম। আশা করি, সামনেও ভালো পারফর্ম করে যেতে পারব।’

মঞ্চে পুরস্কার নেওয়ার সময় ২০২২ সালের মতো আরও একটি সাফল্যে মোড়ানো বছরের স্বপ্ন দেখিয়েছেন লিটন, ‘খেলোয়াড় হিসেবে আমি সব সময় চাইব, যে রানটা করেছি, সে রানটা যেন করতে পারি বা তার চেয়েও ভালো করতে পারি। চেষ্টা সব সময় থাকে। পরিশ্রমও করছি। সব খেলাই এমন। অনেক সময় পরিশ্রম করেও ফল আসে না। তবে চেষ্টা করছি। হয়তো আগামী বছর বা এই বছর ভালো যাবে।’