ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওমানে ভারি বর্ষণে ১৮ মৃত্যু, বন্যায় বিপর্যস্ত আমিরাত

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • 123

ওমানে ভারি বর্ষণে ১৮ মৃত্যু, বন্যায় বিপর্যস্ত আমিরাত

ভারি বৃষ্টিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অন্তত ৯ জন স্কুলছাত্রী। এ ছাড়া ভারি বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে ভ্রমণ ও চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বর্ষণ এবং আকস্মিক বন্যায় উপসাগরীয় অঞ্চলের কিছু অংশ ভেসে গেছে। ওমানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন এবং প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ওমানে মঙ্গলবার ঘোষিত মৃতের সংখ্যার মধ্যে অন্তত ৯ জন স্কুলছাত্রী এবং তাদের ড্রাইভার রয়েছেন।

মূলত তাদের বহনকারী গাড়িটি গত রবিবার সামাদ আ’শানে বন্যার পানিতে ভেসে যায়। দেশটির ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনো নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে। এদিকে বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সরকারি ও বেসরকারি খাতের প্রশাসনিক কর্মীদের ছুটি ঘোষণা করে সরকার। এ ছাড়া একই কারণে দেশটির অন্যান্য অংশে দূরে থেকেই কাজের সুযোগও এদিন দেওয়া হয়েছিল।

এমনকি বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছিল-যদি তারা মনে করে যে তারা বিপদে পড়েছে বা কর্তৃপক্ষ তা করতে নির্দেশ দেয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আশ-শারকিয়াহ উত্তর প্রদেশে পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২৭৫ কোটি টাকার গাড়ি কিনছে পুলিশ

ওমানে ভারি বর্ষণে ১৮ মৃত্যু, বন্যায় বিপর্যস্ত আমিরাত

আপডেট সময় ০৯:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ভারি বৃষ্টিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অন্তত ৯ জন স্কুলছাত্রী। এ ছাড়া ভারি বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে ভ্রমণ ও চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বর্ষণ এবং আকস্মিক বন্যায় উপসাগরীয় অঞ্চলের কিছু অংশ ভেসে গেছে। ওমানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন এবং প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ওমানে মঙ্গলবার ঘোষিত মৃতের সংখ্যার মধ্যে অন্তত ৯ জন স্কুলছাত্রী এবং তাদের ড্রাইভার রয়েছেন।

মূলত তাদের বহনকারী গাড়িটি গত রবিবার সামাদ আ’শানে বন্যার পানিতে ভেসে যায়। দেশটির ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনো নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে। এদিকে বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সরকারি ও বেসরকারি খাতের প্রশাসনিক কর্মীদের ছুটি ঘোষণা করে সরকার। এ ছাড়া একই কারণে দেশটির অন্যান্য অংশে দূরে থেকেই কাজের সুযোগও এদিন দেওয়া হয়েছিল।

এমনকি বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছিল-যদি তারা মনে করে যে তারা বিপদে পড়েছে বা কর্তৃপক্ষ তা করতে নির্দেশ দেয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আশ-শারকিয়াহ উত্তর প্রদেশে পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।