ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেএনএফ নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক গ্রেপ্তার ভারত চীন রাশিয়া বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী : কৃষিমন্ত্রী র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র ৬ তারিখে বাজেট দেব, বাস্তবায়নও করব : প্রধানমন্ত্রী বিশ্বের ধনী খেলোয়াড়দেশর শীর্ষে রোনালদো, তিনে মেসি ক্যাফেটেরিয়ার মানহীন খাবারে স্বাস্থ্যঝুঁকিতে পাবিপ্রবি শিক্ষার্থীরা বরিশালে শের-ই-বাংলা যুব সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচন: প্রবীনদের ভীড়ে নবীন প্রার্থী পপি আলোচনার শীর্ষে  প্রশাসনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবির ফেনীতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ম্যাজিস্ট্রেটের কাছে বাড়তি ভাড়া নিয়ে জরিমানা দিলো নোয়াখালীর লাল সবুজ পরিবহন

নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দের কাছে ১৫০ টাকা ভাড়া বেশি নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে মাইজদী নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আকন্দ গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদে ফেরা যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। মঙ্গলবার বিকেলে ঢাকার যাত্রী সেজে লাল সবুজ পরিবহনে টিকিট কিনতে যাই। এসময় সরকার নির্ধারিত ৫৫০ টাকা ভাড়া ৭০০ টাকা নেওয়া হয়। পরে হাতেনাতে প্রমাণ পেয়ে লাল সবুজ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় চট্টগ্রামগামী বাঁধন পরিবহন ৩১৬ টাকার ভাড়া ৪০০ টাকা নেওয়ায় তাদেরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উভয় পরিবহনের উপস্থিত যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বিআরটিএ নোয়াখালীর সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জনপ্রিয় সংবাদ

কেএনএফ নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

ম্যাজিস্ট্রেটের কাছে বাড়তি ভাড়া নিয়ে জরিমানা দিলো নোয়াখালীর লাল সবুজ পরিবহন

আপডেট সময় ০৭:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দের কাছে ১৫০ টাকা ভাড়া বেশি নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে মাইজদী নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আকন্দ গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদে ফেরা যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। মঙ্গলবার বিকেলে ঢাকার যাত্রী সেজে লাল সবুজ পরিবহনে টিকিট কিনতে যাই। এসময় সরকার নির্ধারিত ৫৫০ টাকা ভাড়া ৭০০ টাকা নেওয়া হয়। পরে হাতেনাতে প্রমাণ পেয়ে লাল সবুজ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় চট্টগ্রামগামী বাঁধন পরিবহন ৩১৬ টাকার ভাড়া ৪০০ টাকা নেওয়ায় তাদেরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উভয় পরিবহনের উপস্থিত যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বিআরটিএ নোয়াখালীর সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।