ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন ইন্তেকাল করেছেন

মারা গেছেন নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগে হৃদরোগে আক্রান্ত হলে শাহীনকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহীতে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহীন মৃত্যুবরণ করেন।

শরিফুল ইসলাম শাহীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গোয়াল দিঘি গ্রামের মো. জাকির হোসেন ও দেলোয়ারা বেগমের ছোট ছেলে। শাহীন দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। তিনি রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, সবশেষ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি নাটোর জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটিতে ফরহাদ বিন আজিজকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয় শাহীনকে। কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য এ কমিটির অনুমোদন দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ শুরু হচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলি পরিক্ষা, পরীক্ষার্থীদের করণীয়

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন ইন্তেকাল করেছেন

আপডেট সময় ০২:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

মারা গেছেন নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগে হৃদরোগে আক্রান্ত হলে শাহীনকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহীতে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহীন মৃত্যুবরণ করেন।

শরিফুল ইসলাম শাহীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গোয়াল দিঘি গ্রামের মো. জাকির হোসেন ও দেলোয়ারা বেগমের ছোট ছেলে। শাহীন দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। তিনি রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, সবশেষ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি নাটোর জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটিতে ফরহাদ বিন আজিজকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয় শাহীনকে। কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য এ কমিটির অনুমোদন দেন।