ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনের মুখে বুয়েট ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি

শিক্ষার্থীদের আনোলনের মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ডিএসডব্লিউ হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমিন সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ পদে তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বুয়েট কর্র্তৃপক্ষ। গত সোমবার এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফোরকান উদ্দিন।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম দাবি ছিল ‘দায়িত্ব পালনে ব্যর্থ’ ডিএসডব্লিউ মিজানুর রহমানের পদত্যাগ বা অপসারণ। ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ বুধবার বুয়েটে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এর এক দিন আগে মিজানুর রহমানকে সরিয়ে দেওয়া হলো। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে গত ৪ এপ্রিল বুয়েটে ছুটি শুরু হয়।

পুরকৌশল বিভাগের অধ্যাপক মিজানুর রহমান ২০১৯ সালের ৩০ জুন থেকে বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে বুয়েট শিক্ষক সমিতিরও সভাপতি।

বুয়েটের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমিন সিদ্দিককে কর্র্তৃপক্ষের নির্দেশে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো। তিনি অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে মিজানুর রহমানকে নতুন দায়িত্বপ্রাপ্ত ডিএসডব্লিউ আল আমিন সিদ্দিককে দায়িত্ব বুঝিয়ে দিতে অনুরোধ করা হয়েছে।

২০১৯ সালের অক্টোবরে বুয়েটের শেরেবাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক ‘জরুরি বিজ্ঞপ্তি’র মাধ্যমে ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বুয়েট কর্র্তৃপক্ষ। কিন্তু গত ২৭ মার্চ বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশকে কেন্দ্র করে ২৯ মার্চ থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

৩ এপ্রিল পর্যন্ত টার্ম ফাইনাল পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান দেন। শিক্ষার্থীরা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেনকে বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার, ডিএসডব্লিউর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ রাতে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের আসন বাতিল করে বুয়েট কর্র্তৃপক্ষ। পরে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ইমতিয়াজের করা রিটের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সেই ‘জরুরি বিজ্ঞপ্তি’র কার্যক্রম স্থগিত করেন উচ্চ আদালত। ফলে ক্যাম্পাসে আবার ছাত্ররাজনীতি চালুর প্রেক্ষাপট তৈরি হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি চান না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

আন্দোলনের মুখে বুয়েট ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি

আপডেট সময় ১২:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

শিক্ষার্থীদের আনোলনের মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ডিএসডব্লিউ হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমিন সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ পদে তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বুয়েট কর্র্তৃপক্ষ। গত সোমবার এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফোরকান উদ্দিন।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম দাবি ছিল ‘দায়িত্ব পালনে ব্যর্থ’ ডিএসডব্লিউ মিজানুর রহমানের পদত্যাগ বা অপসারণ। ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ বুধবার বুয়েটে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এর এক দিন আগে মিজানুর রহমানকে সরিয়ে দেওয়া হলো। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে গত ৪ এপ্রিল বুয়েটে ছুটি শুরু হয়।

পুরকৌশল বিভাগের অধ্যাপক মিজানুর রহমান ২০১৯ সালের ৩০ জুন থেকে বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে বুয়েট শিক্ষক সমিতিরও সভাপতি।

বুয়েটের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমিন সিদ্দিককে কর্র্তৃপক্ষের নির্দেশে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো। তিনি অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে মিজানুর রহমানকে নতুন দায়িত্বপ্রাপ্ত ডিএসডব্লিউ আল আমিন সিদ্দিককে দায়িত্ব বুঝিয়ে দিতে অনুরোধ করা হয়েছে।

২০১৯ সালের অক্টোবরে বুয়েটের শেরেবাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক ‘জরুরি বিজ্ঞপ্তি’র মাধ্যমে ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বুয়েট কর্র্তৃপক্ষ। কিন্তু গত ২৭ মার্চ বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশকে কেন্দ্র করে ২৯ মার্চ থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

৩ এপ্রিল পর্যন্ত টার্ম ফাইনাল পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান দেন। শিক্ষার্থীরা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেনকে বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার, ডিএসডব্লিউর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ রাতে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের আসন বাতিল করে বুয়েট কর্র্তৃপক্ষ। পরে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ইমতিয়াজের করা রিটের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সেই ‘জরুরি বিজ্ঞপ্তি’র কার্যক্রম স্থগিত করেন উচ্চ আদালত। ফলে ক্যাম্পাসে আবার ছাত্ররাজনীতি চালুর প্রেক্ষাপট তৈরি হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি চান না।