ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গৃহবধূকে পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫ Logo এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না আহতরা Logo নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ Logo মধুর ক্যান্টিনে হাতাহাতি, তদন্ত কমিটি করল গণতান্ত্রিক ছাত্রসংসদ Logo দেশের যেকোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান Logo চাঁদা না দেওয়ায় রেল কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগ যুবদল নেতা বিরুদ্ধে Logo এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায়: খালেদা জিয়া Logo থাইল্যান্ডে ব্রেক ফেল করে খাদে পর্যটক বাস, নিহত ১৮ Logo অজু নিয়ে মন্তব্য : মনের অজান্তে বলে ফেলি-বুলু Logo ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র : ডোনাল্ড ট্রাম্প

কুকি-চিনের স্বায়ত্তশাসন দাবি দেশের সার্বভৌমত্বে সরাসরি আঘাত

কুকি-চিনের স্বায়ত্তশাসন দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত মন্তব্য করে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গতকাল সোমবার দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলায় কেএনএফের (কুকি-চিন) হামলায় ব্যাংক ও অস্ত্র লুট এবং পাবর্ত্য এলাকায় বিরাট অংশে স্বায়ত্বশাসন দাবি নিয়ে সভায় আলোচনা হয়। বিএনপি মনে করে এই ধরনের দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এই সংগঠনটির ব্যাংক থেকে অর্থ এবং অস্ত্র লুট নিয়ে বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করে। সভা মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের বক্তব্য প্রমাণ করে যে, এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিষয়টিকে আরও রহস্যময় করেছে। এই ধরনের আক্রমণ এবং পরবর্তীকালে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য এটাই প্রমাণ করে যে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌত্ব কতটা বিপন্ন হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়, সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। যা জনমনে আরও উদ্বেগের সৃষ্টি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, বিডিআর হত্যাকাণ্ড, সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা এবং এই ধরনের আক্রমণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত চক্রান্ত। সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে। সভা মনে করে, অবিলম্বে বিষয়টি নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করা প্রয়োজন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল থেকে দুটি কার্গো বিমানের অবতরণ সর্বমহলে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি করেছে উল্লেখ করে বিএনপি জানায়, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো চুক্তি না থাকার পরও তেলআবিব থেকে ঢাকায় সরাসরি উড়োজাহাজ অবতরণ এবং তা নিয়ে পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রদত্ত বক্তব্য গ্রহণযোগ্য নয়। বরং বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশের পোশাক ইউরোপে পরিবহনের বিষয়টি বিজেএমইএ অস্বীকার করায় জনমনে আরও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যখন ইসরায়েল কর্তৃক গাজায় ভয়াবহ আক্রমণ, ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে সেসময় ইসরায়েল থেকে ঢাকায় উড়োজাহাজ অবতরণ রহস্যময়তার সৃষ্টি করেছে। সভা অবিলম্বে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবার দাবি জানায়।

সভায় আগামী ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের যে সিদ্ধান্ত সেটা পরিবর্তনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সভা মনে করে, এই সরকরের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠ ও অবাধ হতে পারে না। সুতরাং উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

কুকি-চিনের স্বায়ত্তশাসন দাবি দেশের সার্বভৌমত্বে সরাসরি আঘাত

আপডেট সময় ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

কুকি-চিনের স্বায়ত্তশাসন দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত মন্তব্য করে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গতকাল সোমবার দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলায় কেএনএফের (কুকি-চিন) হামলায় ব্যাংক ও অস্ত্র লুট এবং পাবর্ত্য এলাকায় বিরাট অংশে স্বায়ত্বশাসন দাবি নিয়ে সভায় আলোচনা হয়। বিএনপি মনে করে এই ধরনের দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এই সংগঠনটির ব্যাংক থেকে অর্থ এবং অস্ত্র লুট নিয়ে বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করে। সভা মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের বক্তব্য প্রমাণ করে যে, এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিষয়টিকে আরও রহস্যময় করেছে। এই ধরনের আক্রমণ এবং পরবর্তীকালে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য এটাই প্রমাণ করে যে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌত্ব কতটা বিপন্ন হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়, সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। যা জনমনে আরও উদ্বেগের সৃষ্টি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, বিডিআর হত্যাকাণ্ড, সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা এবং এই ধরনের আক্রমণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত চক্রান্ত। সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে। সভা মনে করে, অবিলম্বে বিষয়টি নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করা প্রয়োজন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল থেকে দুটি কার্গো বিমানের অবতরণ সর্বমহলে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি করেছে উল্লেখ করে বিএনপি জানায়, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো চুক্তি না থাকার পরও তেলআবিব থেকে ঢাকায় সরাসরি উড়োজাহাজ অবতরণ এবং তা নিয়ে পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রদত্ত বক্তব্য গ্রহণযোগ্য নয়। বরং বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশের পোশাক ইউরোপে পরিবহনের বিষয়টি বিজেএমইএ অস্বীকার করায় জনমনে আরও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যখন ইসরায়েল কর্তৃক গাজায় ভয়াবহ আক্রমণ, ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে সেসময় ইসরায়েল থেকে ঢাকায় উড়োজাহাজ অবতরণ রহস্যময়তার সৃষ্টি করেছে। সভা অবিলম্বে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবার দাবি জানায়।

সভায় আগামী ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের যে সিদ্ধান্ত সেটা পরিবর্তনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সভা মনে করে, এই সরকরের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠ ও অবাধ হতে পারে না। সুতরাং উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।