ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমে পড়েছেন বুঝবেন যে ভাবে

প্রেম স্বাস্থ্যের জন্য ভালো?

প্রেমে পড়লে মানুষের শরীরের একটি বিশেষ হরমোন নিঃসরণ হয়। আর এটাই জানিয়ে দেবে আপনি প্রেমে পড়েছেন কি না। প্রেমে পড়ার বেশ কিছু উপকারও রয়েছে। অবসাদ ও ক্লান্তি দূর করার মতো আরও বেশকিছু উপকার পাওয়া যায় প্রেমে পড়লে।

গবেষণায় দেখা দেছে প্রেমে পড়ার পর মানুষের মধ্যে পরিবর্তন আসে। বিশেষ মানুষের একটি ফোন কল মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি দূর করে দিতে পারে। প্রিয়জনকে একটু দেখলেই মনের মণিকোঠায় বয়ে যায় এক শিহরণ। মনে উদিত হয় আনন্দের এক সূর্য। এই আনন্দের কারণ অক্সিটোসিনের অন্য নাম ‘লাভ হরমোন’।

কেবলমাত্র ভালোবাসার প্রকাশ করে হরমোনটি। সন্তান প্রসবের পর মা–বাবা ও সন্তানের বন্ধন তৈরিতে প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে এই হরমোন। এ ছাড়া এই হরমোন চুমু আর আলিঙ্গন, অর্থাৎ শারীরিক সম্পর্কের সময়ও প্রভাব রাখে। আপনি একটা সম্পর্কে ভরসা করবেন কি করবেন না, তা অনেকটাই এই হরমোন নির্ধারণ করে দেয় ‘লাভ হরমোন’ অক্সিটোসিন।

জনপ্রিয় সংবাদ

প্রেমে পড়েছেন বুঝবেন যে ভাবে

আপডেট সময় ০৪:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

প্রেমে পড়লে মানুষের শরীরের একটি বিশেষ হরমোন নিঃসরণ হয়। আর এটাই জানিয়ে দেবে আপনি প্রেমে পড়েছেন কি না। প্রেমে পড়ার বেশ কিছু উপকারও রয়েছে। অবসাদ ও ক্লান্তি দূর করার মতো আরও বেশকিছু উপকার পাওয়া যায় প্রেমে পড়লে।

গবেষণায় দেখা দেছে প্রেমে পড়ার পর মানুষের মধ্যে পরিবর্তন আসে। বিশেষ মানুষের একটি ফোন কল মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি দূর করে দিতে পারে। প্রিয়জনকে একটু দেখলেই মনের মণিকোঠায় বয়ে যায় এক শিহরণ। মনে উদিত হয় আনন্দের এক সূর্য। এই আনন্দের কারণ অক্সিটোসিনের অন্য নাম ‘লাভ হরমোন’।

কেবলমাত্র ভালোবাসার প্রকাশ করে হরমোনটি। সন্তান প্রসবের পর মা–বাবা ও সন্তানের বন্ধন তৈরিতে প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে এই হরমোন। এ ছাড়া এই হরমোন চুমু আর আলিঙ্গন, অর্থাৎ শারীরিক সম্পর্কের সময়ও প্রভাব রাখে। আপনি একটা সম্পর্কে ভরসা করবেন কি করবেন না, তা অনেকটাই এই হরমোন নির্ধারণ করে দেয় ‘লাভ হরমোন’ অক্সিটোসিন।