আইপিএল খেলার জন্য মোস্তাফিজুর রহমানকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল বিসিবি। তবে নতুন খবর হচ্ছে, একদিন বাড়ছে ফিজের ছুটি। টাইগার পেসারের ছুটির মেয়াদ বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
একদিন ছুটি বাড়ার ফলে ১ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজকে পাচ্ছে চেন্নাই সুপার কিংস। ঐদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গাইকোয়াড়রা। সব ঠিকঠাক থাকলে একদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলার জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ।
বিসিবির এই পরিচালক বলেন, মোস্তাফিজ ৩০ তারিখে ফিরে আসার কথা ছিল কিন্তু আমরা এখন ওকে আমরা ১ তারিখের ম্যাচ খেলে ফেরার অনুমতি দিয়েছি। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন মোস্তাফিজ। ৫ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। সবশেষ ম্যাচে একটু খরুচে থাকলেও নিয়েছেন এক উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিন নম্বরে আছেন টাইগার পেসার। সমান উইকেট পেলেও ইকোনমি রেট কম থাকায় দুই নম্বরে জাসপ্রিত বুমরাহ। এক নম্বরে থাকা যুজবেন্দ্র চাহালের উইকেট সংখ্যা ১১টি।
জিম্বাবুয়ে সিরিজের কারণে দেশে ফিরতে হচ্ছে মোস্তাফিজকে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল। ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ।