ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

রমজানে ছিন্নমূল মানুষের জন্য “সচেতন নাগরিক ফরম-সনা‌ফ” এর নানা আয়োজন।

গত ৮ ই এপ্রিল ২৪, ধর্মেশ্বর মহেশা দীমু-খী উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়াম রুমে “সচেতন নাগরিক ফরম-সনাফ” এর উদ্যোগে অসহায় ও এতিম বাচ্চাদের ঈদ উপহার ও তাদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেন উক্ত ইফতার মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম স্যার তিনি বলেন আমাদের সকলের উচিত অসহায় ও এতিম মানুষের পাশে দাঁড়ানো তবে আজকের এই সুন্দর আয়োজন‌টি যারা করেছে তাদের সকলকে আমার অন্তরের  অন্তঃস্থল থেকে মোবারকবাদ।

প্রধান আলোচক মাওলানা রবিউল ইসলাম ইমান ও আম‌লের কথা ব‌লেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি-মুমিন মিল্লাত । তি‌নি ব‌লেন গতবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে সারা দেশে প্রায় ৪২ হাজার মাদকের মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৫১ হাজার ৮৩৪ জনকে। গ্রেপ্তার করা হয়েছে ১১ হাজার ২৩১ জনকে। গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী খুঁজে পাচ্ছে না ৪০ হাজার ৬০৩ জনকে। আর এই মাদ‌কের স‌ঙ্গে জ‌রিত বে‌শিভাগ ছাত্ররাজনী‌তির স‌ঙ্গে জ‌রিত নেতা-কর্মীর‌া। গ্রাম থেকে শহর, বর্তমানে সবখানে মাদকের বিস্তার ঘটেছে। মাদকের কারণে সন্তানদের নিয়ে অসহায় অভিভাবকরা। এর থে‌কে বাঁচার জন‌্য আম‌া‌দের‌কে ইসলামের দি‌কে ফি‌রে আস‌তে হ‌বে। পা‌রিবা‌রিক ভা‌বে সন্তান‌দের সময় দি‌তে হ‌বে, সাহাবা‌দের জীবনী পড়াতে হ‌বে। তি‌নি আর ব‌লেন সমকামিতা নি‌য়ে , শিক্ষাক্রম, কিশোর গ‌্যাঙ্গ, অপসংস্কৃ‌তি ইত‌্যা‌দি।

“সনাফের সভাপ‌তি মামুন ভূঁইয়‌া ব‌লেন আম‌া‌দের নানা কর্মসূচির মাধ্যমে মানু‌ষের মা‌ঝে স‌চেতনতা তৈ‌রি এবং সমাজের বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে ধারানোর আহবান করে থা‌কি । তবে আজ এই এতিম ও অসহায় মানুষ‌দের জন‌্য ঈদ উপহার,  ফুডপ‌্যাক বিতরণ এবং ইফতার আয়োজন করার জন‌্য যারা অর্থ ও সময় দি‌য়ে সহ‌য়োগীতা ক‌রে‌ছেন তা‌দের সকল‌কে ধন‌্যবাদ।

সনা‌ফের” সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নান্নু আমা‌দে‌র কে বলেন আমরা প্রতিবছর নানা ধর‌নে স্বেচ্ছাসেবামূরালক আয়োজন করে থাকি, তারই ধারাবাহিকতায় এ বছরেও এতিম ও অসহায় মানুষ‌দের জন‌্য ঈদ উপহার,  ফুডপ‌্যাক বিতরণ এবং ইফতার আয়োজন করেছি। নান্নু আর ব‌লেন আমা‌দের বি‌ভিন্ন কর্মসূ‌চির ম‌ধ্যে “নিরাপদ সড়ক চাই” কর্মসূ‌চির ম‌ধ্যে আমরা মীরবা‌গে ফ্লাইওভার পে‌য়ে‌ছি এর জন‌্য ধন‌্যবাদ দি‌বো বর্তমান চেরম‌্যান আব্দুল ম‌জিদ কে । ত‌বে আমা‌দের আর ক‌য়েক‌টি দা‌বি এখ‌নো পূরন হয়‌নি। আমা‌দের আর এক‌টি উল্লেক্ষযোগ‌্য দা‌বি ছি‌লো রাস্তায় লেন ব‌্যবহার করা । আমরা লক্ষ কর‌ছি ‘লেন’ না থাকার কার‌নে মানুষ ফ্লাই ওভা‌রে উঠ‌ছেনা।

আর উপ‌স্থিত ছি‌লেন অত্র বিদ‌্যাল‌য়ের বি‌ভিন্ন শিক্ষক, ২নং ওয়ার্ড মেম্বর, বি‌শিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

রমজানে ছিন্নমূল মানুষের জন্য “সচেতন নাগরিক ফরম-সনা‌ফ” এর নানা আয়োজন।

আপডেট সময় ০২:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

গত ৮ ই এপ্রিল ২৪, ধর্মেশ্বর মহেশা দীমু-খী উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়াম রুমে “সচেতন নাগরিক ফরম-সনাফ” এর উদ্যোগে অসহায় ও এতিম বাচ্চাদের ঈদ উপহার ও তাদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেন উক্ত ইফতার মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম স্যার তিনি বলেন আমাদের সকলের উচিত অসহায় ও এতিম মানুষের পাশে দাঁড়ানো তবে আজকের এই সুন্দর আয়োজন‌টি যারা করেছে তাদের সকলকে আমার অন্তরের  অন্তঃস্থল থেকে মোবারকবাদ।

প্রধান আলোচক মাওলানা রবিউল ইসলাম ইমান ও আম‌লের কথা ব‌লেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি-মুমিন মিল্লাত । তি‌নি ব‌লেন গতবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে সারা দেশে প্রায় ৪২ হাজার মাদকের মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৫১ হাজার ৮৩৪ জনকে। গ্রেপ্তার করা হয়েছে ১১ হাজার ২৩১ জনকে। গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী খুঁজে পাচ্ছে না ৪০ হাজার ৬০৩ জনকে। আর এই মাদ‌কের স‌ঙ্গে জ‌রিত বে‌শিভাগ ছাত্ররাজনী‌তির স‌ঙ্গে জ‌রিত নেতা-কর্মীর‌া। গ্রাম থেকে শহর, বর্তমানে সবখানে মাদকের বিস্তার ঘটেছে। মাদকের কারণে সন্তানদের নিয়ে অসহায় অভিভাবকরা। এর থে‌কে বাঁচার জন‌্য আম‌া‌দের‌কে ইসলামের দি‌কে ফি‌রে আস‌তে হ‌বে। পা‌রিবা‌রিক ভা‌বে সন্তান‌দের সময় দি‌তে হ‌বে, সাহাবা‌দের জীবনী পড়াতে হ‌বে। তি‌নি আর ব‌লেন সমকামিতা নি‌য়ে , শিক্ষাক্রম, কিশোর গ‌্যাঙ্গ, অপসংস্কৃ‌তি ইত‌্যা‌দি।

“সনাফের সভাপ‌তি মামুন ভূঁইয়‌া ব‌লেন আম‌া‌দের নানা কর্মসূচির মাধ্যমে মানু‌ষের মা‌ঝে স‌চেতনতা তৈ‌রি এবং সমাজের বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে ধারানোর আহবান করে থা‌কি । তবে আজ এই এতিম ও অসহায় মানুষ‌দের জন‌্য ঈদ উপহার,  ফুডপ‌্যাক বিতরণ এবং ইফতার আয়োজন করার জন‌্য যারা অর্থ ও সময় দি‌য়ে সহ‌য়োগীতা ক‌রে‌ছেন তা‌দের সকল‌কে ধন‌্যবাদ।

সনা‌ফের” সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নান্নু আমা‌দে‌র কে বলেন আমরা প্রতিবছর নানা ধর‌নে স্বেচ্ছাসেবামূরালক আয়োজন করে থাকি, তারই ধারাবাহিকতায় এ বছরেও এতিম ও অসহায় মানুষ‌দের জন‌্য ঈদ উপহার,  ফুডপ‌্যাক বিতরণ এবং ইফতার আয়োজন করেছি। নান্নু আর ব‌লেন আমা‌দের বি‌ভিন্ন কর্মসূ‌চির ম‌ধ্যে “নিরাপদ সড়ক চাই” কর্মসূ‌চির ম‌ধ্যে আমরা মীরবা‌গে ফ্লাইওভার পে‌য়ে‌ছি এর জন‌্য ধন‌্যবাদ দি‌বো বর্তমান চেরম‌্যান আব্দুল ম‌জিদ কে । ত‌বে আমা‌দের আর ক‌য়েক‌টি দা‌বি এখ‌নো পূরন হয়‌নি। আমা‌দের আর এক‌টি উল্লেক্ষযোগ‌্য দা‌বি ছি‌লো রাস্তায় লেন ব‌্যবহার করা । আমরা লক্ষ কর‌ছি ‘লেন’ না থাকার কার‌নে মানুষ ফ্লাই ওভা‌রে উঠ‌ছেনা।

আর উপ‌স্থিত ছি‌লেন অত্র বিদ‌্যাল‌য়ের বি‌ভিন্ন শিক্ষক, ২নং ওয়ার্ড মেম্বর, বি‌শিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা ।