শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী কৃষিজীবী ও মেহনতী মানুষের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মুয়াযয়্ম হোসাইন হেলাল।
শুক্রবার (৫ এপ্রিল) শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন,রাসূলুল্লাহ (সা.) বলছেন শ্রমিকগণ আল্লাহর বন্ধু, ইসলামের বিধান শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করতে হবে কিন্তু আমাদের সমাজে ইসলামি হুকুমাত না থাকার কারনে মানুষ এই অবস্থা। সব মানুষ এক হলে দুনিয়া চলতো না।পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এক এক জনকে আল্লাহ্ এক এক কাজ করাচ্ছেন এতে হীনমন্যতার কিছু নেই। আল্লাহর কাছে মানুষ হিসেবে সকল মানুষের মর্যাদা সমান,আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি তাকওয়া। ঈদ শুধু রোজাদারদের জন্য যারা রোজা রাখে না তাদের জন্য ঈদ নয়। নিম্নবিত্ত রোজাদারগন যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য ইসলামের বিধান যাকাত এবং ফিতরার মাধ্যমে আল্লাহ্ তাআলা গরীব দুঃখী মানুষের জন্য ঈদ আনন্দের ব্যাবস্থা করেছেন। এখানে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হলে প্রত্যেক ব্যক্তি তার প্রাপ্তি পেয়ে যাবেন কোন বৈষম্য থাকবে না। আজকে আপনাদের জন্য যে সামান্য উপহার নিয়ে এসেছি এটা চাহিদার তুলনায় খুবই অল্প এই উপহাস সামগ্রী দিয়ে আপনারা খুব উপকৃত হবেন সেটা আমরা মনে করি না কিন্তু আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এটা প্রাপ্তি আপনাদের অধিকার পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব, আমাদের উচিত ছিল আমাদের বাসায় গিয়ে দিয়ে আসা কিন্তু আমরা সেটা করতে পারিনি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা শ্রমিক কল্যাণ ফেডারেশকে আরো ভালো ভালো কাজ করার সুযোগ করে দেন।
উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর উপদেষ্টা মাওলানা মতিউর রহমান বলেন, আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদের মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করবো। শ্রমিক কল্যাণ ফেডারেশন গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য কাজ করে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি জাফর ইকবালের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাহমুদুল হাসান কামাল শ্রমিক নেতা সেলিম হাওলাদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।