ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়ে আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস বিএনপি নেতার Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন Logo ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে- ড. ইফতেখারুজ্জামান Logo পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল,নিহত ২ Logo ৮০ টাকার নিচে কোনও সবজি নেই ,বেড়েছে ডিমের দাম Logo উত্তাল ফ্রান্স, রাস্তায় লক্ষাধিক মানুষ Logo শুরু হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, শেষ হবে দুপুর ১২টায় Logo নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬ Logo শেখ হাসিনা পালানোর সময় শেখ রেহানা ও সালমান এফ রহমান কথোপকথন Logo এবি পার্টি থেকে জামায়াতে যোগ দিলেন ৪০ নেতাকর্মী

আ. লীগ ছদ্মবেশে একদলীয় শাসন কায়েম করতে চায়: ফখরুল

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • 226

আ. লীগ ছদ্মবেশে একদলীয় শাসন কায়েম করতে চায়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও আজ তাদের হাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তারা ৭৫ এ বাকশাল গঠন করে গণতন্ত্রকে নস্যাৎ করতে চেয়েছিল, কিন্তু তখন পারেনি। এখন ছদ্মবেশে আবার সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে মরিয়া।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমানে বিএনপি যে লড়াই করছে তা জনগণের, সে লড়াই জনগণকে মুক্ত করার লড়াই। নিজেদের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধারের যে স্বপ্ন তা বস্তবায়ন করা হবে। এই যুদ্ধ দখলদারি শক্তির বিরুদ্ধে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই যুদ্ধে বিজয়ী হয়ে জনগণের সরকার গঠন করতে হবে। বিএনপি নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায়, যারা জোড় করে ক্ষমতায় বসে আছে আন্দোলনের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, ‘যখনি জনগণের সামনে আসি তখনি আরো নতুন শক্তি সঞ্চার হয়, তখন আরো শক্তির সাথে শত্রুর মোকাবেলা করতে চায় বিএনপি। অতীতের মতো শত্রুকে পরাজিত করে আবারো বিএনপি লক্ষে পৌঁছবে।

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশ ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়েছে, একটি দানব ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে বছরের পর বছর ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যাবহার করে সমস্ত জনগণের আকাঙ্খার আন্দোলনকে দমন করছে। ২৮ শে অক্টোবর একটি স্বপ্ন নিয়ে সমগ্র দেশের মানুষ একত্রিত হয়েছিল।

কিন্তু সেই আন্দোলনকে পণ্ড করার জন্য পূর্বপরিকল্পিত আইন-শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে গুলিবর্ষণ করে সকলকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তিনি আরো বলেন, ‘তারা এই কয়েক বছরে অসংখ্য মানুষকে হত্যা করেছে, গুম করেছে, ৬০ লাখ মানুষের নামে মিথ্য মামলা দিয়েছে, কারাগারে পাঠিয়েছে। তারপরও এই আন্দোলনকে তারা নস্যাৎ করতে পারে নাই, তার প্রমাণ হলো আজকের এই উপস্থিতি। আজকে অনেক মিথ্যা মামলার, হামলার পরও বিএনপি কর্মীরা দল ছেড়ে যায়নি। এর কারণ , বিএনপি যে আন্দোলন করছে তা সত্যের ও ন্যায়ের পথের এবং ১৯৭১এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই চেতনার আন্দোলন। আজকে স্বাধীনতার ৫৩বছর পরও দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়ে আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস বিএনপি নেতার

আ. লীগ ছদ্মবেশে একদলীয় শাসন কায়েম করতে চায়: ফখরুল

আপডেট সময় ১০:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও আজ তাদের হাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তারা ৭৫ এ বাকশাল গঠন করে গণতন্ত্রকে নস্যাৎ করতে চেয়েছিল, কিন্তু তখন পারেনি। এখন ছদ্মবেশে আবার সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে মরিয়া।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমানে বিএনপি যে লড়াই করছে তা জনগণের, সে লড়াই জনগণকে মুক্ত করার লড়াই। নিজেদের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধারের যে স্বপ্ন তা বস্তবায়ন করা হবে। এই যুদ্ধ দখলদারি শক্তির বিরুদ্ধে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই যুদ্ধে বিজয়ী হয়ে জনগণের সরকার গঠন করতে হবে। বিএনপি নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায়, যারা জোড় করে ক্ষমতায় বসে আছে আন্দোলনের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, ‘যখনি জনগণের সামনে আসি তখনি আরো নতুন শক্তি সঞ্চার হয়, তখন আরো শক্তির সাথে শত্রুর মোকাবেলা করতে চায় বিএনপি। অতীতের মতো শত্রুকে পরাজিত করে আবারো বিএনপি লক্ষে পৌঁছবে।

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশ ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়েছে, একটি দানব ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে বছরের পর বছর ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যাবহার করে সমস্ত জনগণের আকাঙ্খার আন্দোলনকে দমন করছে। ২৮ শে অক্টোবর একটি স্বপ্ন নিয়ে সমগ্র দেশের মানুষ একত্রিত হয়েছিল।

কিন্তু সেই আন্দোলনকে পণ্ড করার জন্য পূর্বপরিকল্পিত আইন-শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে গুলিবর্ষণ করে সকলকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তিনি আরো বলেন, ‘তারা এই কয়েক বছরে অসংখ্য মানুষকে হত্যা করেছে, গুম করেছে, ৬০ লাখ মানুষের নামে মিথ্য মামলা দিয়েছে, কারাগারে পাঠিয়েছে। তারপরও এই আন্দোলনকে তারা নস্যাৎ করতে পারে নাই, তার প্রমাণ হলো আজকের এই উপস্থিতি। আজকে অনেক মিথ্যা মামলার, হামলার পরও বিএনপি কর্মীরা দল ছেড়ে যায়নি। এর কারণ , বিএনপি যে আন্দোলন করছে তা সত্যের ও ন্যায়ের পথের এবং ১৯৭১এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই চেতনার আন্দোলন। আজকে স্বাধীনতার ৫৩বছর পরও দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে।