ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন অতিষ্ঠ: ফখরুল

ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন অতিষ্ঠ: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা চরম ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন প্রয়োজন জাতীয় ঐক্য। পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে, এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। বুধবার (৩ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ অতীতেও যখন ক্ষমতায় ছিল তখন সব দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আজ আবার একই কায়দায় নতুনভাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ অত্যন্ত অসুস্থ। অসুস্থ অবস্থায় তিনি বন্দি জীবনযাপন করছেন। আমাদের ৩০ হাজারের বেশি নেতাকর্মীকে বন্দি করা হয়েছে। বিভিন্ন মামলায় দেড় হাজারের বেশি নেতাকর্মী সাজাপ্রাপ্ত হয়েছেন।

এসময় প্রায় দুই যুগ ধরে সংবিধানকে কাটছাঁট করে মানুষের ভোটের অধিকার, অন্যের অধিকার, বস্ত্রের অধিকার, বেঁচে থাকার অধিকার এবং একটা মুক্ত পরিবেশের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা আইনজীবী ফোরামের নেতারাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন

ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন অতিষ্ঠ: ফখরুল

আপডেট সময় ০৯:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা চরম ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন প্রয়োজন জাতীয় ঐক্য। পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে, এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। বুধবার (৩ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ অতীতেও যখন ক্ষমতায় ছিল তখন সব দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আজ আবার একই কায়দায় নতুনভাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ অত্যন্ত অসুস্থ। অসুস্থ অবস্থায় তিনি বন্দি জীবনযাপন করছেন। আমাদের ৩০ হাজারের বেশি নেতাকর্মীকে বন্দি করা হয়েছে। বিভিন্ন মামলায় দেড় হাজারের বেশি নেতাকর্মী সাজাপ্রাপ্ত হয়েছেন।

এসময় প্রায় দুই যুগ ধরে সংবিধানকে কাটছাঁট করে মানুষের ভোটের অধিকার, অন্যের অধিকার, বস্ত্রের অধিকার, বেঁচে থাকার অধিকার এবং একটা মুক্ত পরিবেশের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা আইনজীবী ফোরামের নেতারাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।