ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার Logo মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির Logo ১০০০ ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র Logo কেরানীগঞ্জে আওয়ামী নেতা ইকবাল ও ছাত্রলীগ নেতা ইয়ামিন গ্রেপ্তার Logo পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ‘আমার বিরুদ্ধে কিছু মানুষ মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে’ Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন Logo আমিরাতে আইপিএলের প্রস্তাব প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার

এবার বর্ণবাদের শিকার আর্জেন্টাইন তারকা আকুনা

এবার বর্ণবাদের শিকার আর্জেন্টাইন তারকা আকুনা

স্পেনের ক্লাব ফুটবলে গত বছরটা কেটেছে বর্ণবাদী আচরণের অভিযোগ নিয়ে। যার বেশিরভাগেরই লক্ষ্যবস্তু ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সেই বিতর্কের দাগ মোছার আগে এবার এক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারও একই অভিজ্ঞতার শিকার হয়েছেন। স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে লা লিগায় খেলতে গিয়ে মার্কাস আকুনাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে।

গতকাল (শনিবার) রাতে গেটাফে ঘরের মাঠ কলিসিয়াম স্টেডিয়ামে আতিথ্য দিয়েছিল সেভিয়াকে। আর সেখানেই স্বাগতিক দর্শকরা অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জন্ম দিয়েছেন। যার কারণে মাঝপথে ম্যাচও বন্ধ করা হয়েছিল। ম্যাচের ৬০ মিনিটে বর্ণবাদের শিকার হন আকুনা, পরে বিষয়টি জানতে পারার পর ৬৮ মিনিটের সময় ম্যাচ বন্ধ করে দেন রেফারি ইগলেসিয়াস ভিলানেভা। বর্ণবাদের বিরুদ্ধে লা লিগার প্রটোকল মেনে তিনি এই সিদ্ধান্ত নেন।

ম্যাচ শেষে এ নিয়ে রেফারি ভিলানেভা জানান, ‘৬৮ মিনিটে ম্যাচটি বন্ধ রাখতে হয়, কারণ জানতে পেরেছি সফরকারী দলের ১৯ নম্বর জার্সিধারী (সেভিয়াতে মার্কাস আকুনা এই নম্বরে খেলেন) বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। গ্যালারি থেকে তার উদ্দেশে ‘‘আকুনা মোনো’’ এবং ‘‘আকুনা তুমি বানর থেকে এসেছ’’। পরে দুই নম্বর সহকারী রেফারি বিষয়টি জানিয়েছেন যে, মাঠের একেবারে কেন্দ্রভাগের গ্যালারি থেকে ওই কথাগুলো শোনা যাচ্ছিল। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার কথা স্টেডিয়ামের লাউডস্পিকারে ঘোষণা করা হয়। পরবর্তীতে আর তেমন মন্তব্য শোনা যায়নি। ম্যাচটিতে শেষ পর্যন্ত স্বাগতিক গেটাফেকে ১-০ গোলে হারায় সেভিয়া। একমাত্র গোলটি করেন সেভিয়ার সাবেক স্প্যানিশ ও রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

ম্যাচ শেষে সেভিয়া কোচ এনরিকে সানচেজ ফ্লোরেস নিজের টুইটার (বর্তমানে এক্স) জানান, এই ম্যাচে সমর্থকদের দ্বারা তিনিও জেনোফোবিক আচরণের শিকার হয়েছেন। সমর্থকরা তাকে আপত্তিকরভাবে ‘জিপসি’ (যাযাবর) সম্বোধন করেছেন। তিনি বলেন, ‘আমি আমার শিরায় প্রবাহিত প্রতিটি কণা জিপসি রক্তের জন্য গর্বিত। কিন্তু জিপসি হওয়া এক কথা এবং এটাকে অন্যভাবে বর্ণবাদী কটাক্ষ হিসেবে ব্যবহার করা আরেক কথা।’

এমন বিদ্বেষ ও বর্ণবাদী আচরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন স্বাগতিক গেটাফের কোচ হোসে বরদালাস। তিনি প্রটোকল চালু করার কথা জানিয়ে বলেন, বর্ণবাদ দূর করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরে এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্রীড়াজগতে বর্ণবাদ বা ঘৃণিত আচরণের কোনো জায়গা নেই। লা লিগা তীব্রভাবে সব ধরনের বর্ণবাদী আচরণের নিন্দা জানায় এবং এই অগ্রহণযোগ্য আচরণকে প্রশমিত করতে কাজ করে যাবে।’

জনপ্রিয় সংবাদ

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

এবার বর্ণবাদের শিকার আর্জেন্টাইন তারকা আকুনা

আপডেট সময় ১০:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

স্পেনের ক্লাব ফুটবলে গত বছরটা কেটেছে বর্ণবাদী আচরণের অভিযোগ নিয়ে। যার বেশিরভাগেরই লক্ষ্যবস্তু ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সেই বিতর্কের দাগ মোছার আগে এবার এক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারও একই অভিজ্ঞতার শিকার হয়েছেন। স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে লা লিগায় খেলতে গিয়ে মার্কাস আকুনাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে।

গতকাল (শনিবার) রাতে গেটাফে ঘরের মাঠ কলিসিয়াম স্টেডিয়ামে আতিথ্য দিয়েছিল সেভিয়াকে। আর সেখানেই স্বাগতিক দর্শকরা অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জন্ম দিয়েছেন। যার কারণে মাঝপথে ম্যাচও বন্ধ করা হয়েছিল। ম্যাচের ৬০ মিনিটে বর্ণবাদের শিকার হন আকুনা, পরে বিষয়টি জানতে পারার পর ৬৮ মিনিটের সময় ম্যাচ বন্ধ করে দেন রেফারি ইগলেসিয়াস ভিলানেভা। বর্ণবাদের বিরুদ্ধে লা লিগার প্রটোকল মেনে তিনি এই সিদ্ধান্ত নেন।

ম্যাচ শেষে এ নিয়ে রেফারি ভিলানেভা জানান, ‘৬৮ মিনিটে ম্যাচটি বন্ধ রাখতে হয়, কারণ জানতে পেরেছি সফরকারী দলের ১৯ নম্বর জার্সিধারী (সেভিয়াতে মার্কাস আকুনা এই নম্বরে খেলেন) বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। গ্যালারি থেকে তার উদ্দেশে ‘‘আকুনা মোনো’’ এবং ‘‘আকুনা তুমি বানর থেকে এসেছ’’। পরে দুই নম্বর সহকারী রেফারি বিষয়টি জানিয়েছেন যে, মাঠের একেবারে কেন্দ্রভাগের গ্যালারি থেকে ওই কথাগুলো শোনা যাচ্ছিল। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার কথা স্টেডিয়ামের লাউডস্পিকারে ঘোষণা করা হয়। পরবর্তীতে আর তেমন মন্তব্য শোনা যায়নি। ম্যাচটিতে শেষ পর্যন্ত স্বাগতিক গেটাফেকে ১-০ গোলে হারায় সেভিয়া। একমাত্র গোলটি করেন সেভিয়ার সাবেক স্প্যানিশ ও রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

ম্যাচ শেষে সেভিয়া কোচ এনরিকে সানচেজ ফ্লোরেস নিজের টুইটার (বর্তমানে এক্স) জানান, এই ম্যাচে সমর্থকদের দ্বারা তিনিও জেনোফোবিক আচরণের শিকার হয়েছেন। সমর্থকরা তাকে আপত্তিকরভাবে ‘জিপসি’ (যাযাবর) সম্বোধন করেছেন। তিনি বলেন, ‘আমি আমার শিরায় প্রবাহিত প্রতিটি কণা জিপসি রক্তের জন্য গর্বিত। কিন্তু জিপসি হওয়া এক কথা এবং এটাকে অন্যভাবে বর্ণবাদী কটাক্ষ হিসেবে ব্যবহার করা আরেক কথা।’

এমন বিদ্বেষ ও বর্ণবাদী আচরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন স্বাগতিক গেটাফের কোচ হোসে বরদালাস। তিনি প্রটোকল চালু করার কথা জানিয়ে বলেন, বর্ণবাদ দূর করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরে এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্রীড়াজগতে বর্ণবাদ বা ঘৃণিত আচরণের কোনো জায়গা নেই। লা লিগা তীব্রভাবে সব ধরনের বর্ণবাদী আচরণের নিন্দা জানায় এবং এই অগ্রহণযোগ্য আচরণকে প্রশমিত করতে কাজ করে যাবে।’