ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ধীরে ধীরে জমে উঠেছে বরিশালের ঈদ বাজার

  • রুহুল আমীন
  • আপডেট সময় ০১:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • 385

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে বরিশালের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা কাপড় কিনতে ছোট-বড় মার্কেট, বিভিন্ন ব্রান্ডের আউটলেট, শপিং মলে ভিড় করছেন সাধারণ মানুষ।

১৫ রমজানের পর থেকেই বরিশালে জমে উঠেছে ঈদের বাজার। দিন যতই ঘনিয়ে আসছে নগরীর চকবাজার মার্কেট থেকে শুরু করে সবকটি মার্কেট ও বিপণিবিতানে এখন মানুষের স্রোত বৃদ্ধি পেয়েছে। নগরীর চকবাজার, হাজী মোহাম্মাদ মহসিন মার্কেট, সিটি মার্কেটসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

পছন্দের মতো ঈদের পোশাক কিনতে আসা নাসরিন, সায়লা ও ব্যাংক কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, এ বছর রোজা শুরুর ২য় সপ্তাহ থেকে বেশ কয়েকবার নগরীর একাধিক মার্কেটে শপিং করতে এসেছি। কারণ শেষর দিকে অনেক ভিড় হয়। কিন্তু চলতে বছর ঈদে সব জিনিস পত্র ও পোশাকের দাম একটু বেশি চড়া।

এদিকে, নগরীর বিপণী বিতানের পাশাপাশি শহরের আশেপাশের এলাকাগুলোর হাট-বাজারের ছোট খাট দোকানগুলোতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষরা তাদের পছন্দের জিনিস কিনছেন। অনেক ক্রেতাই মূল্য শুনছেন আর এ দোকান ও দোকান ঘুরছেন। অনেকে দাম মিললেই কিনে ফেলছেন পছন্দের জিনিসটি।

এছাড়া স্বল্প আয়ের মানুষের ভরসাস্থল নগরীর মহসিন মার্কেট, সিটি মার্কেট পুরোদমে জমে উঠেছে। এখানে সব বয়সী মানুষের জন্য রয়েছে রং বে রং এর পোশাক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেত্রী টুসী আটক

ধীরে ধীরে জমে উঠেছে বরিশালের ঈদ বাজার

আপডেট সময় ০১:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে বরিশালের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা কাপড় কিনতে ছোট-বড় মার্কেট, বিভিন্ন ব্রান্ডের আউটলেট, শপিং মলে ভিড় করছেন সাধারণ মানুষ।

১৫ রমজানের পর থেকেই বরিশালে জমে উঠেছে ঈদের বাজার। দিন যতই ঘনিয়ে আসছে নগরীর চকবাজার মার্কেট থেকে শুরু করে সবকটি মার্কেট ও বিপণিবিতানে এখন মানুষের স্রোত বৃদ্ধি পেয়েছে। নগরীর চকবাজার, হাজী মোহাম্মাদ মহসিন মার্কেট, সিটি মার্কেটসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

পছন্দের মতো ঈদের পোশাক কিনতে আসা নাসরিন, সায়লা ও ব্যাংক কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, এ বছর রোজা শুরুর ২য় সপ্তাহ থেকে বেশ কয়েকবার নগরীর একাধিক মার্কেটে শপিং করতে এসেছি। কারণ শেষর দিকে অনেক ভিড় হয়। কিন্তু চলতে বছর ঈদে সব জিনিস পত্র ও পোশাকের দাম একটু বেশি চড়া।

এদিকে, নগরীর বিপণী বিতানের পাশাপাশি শহরের আশেপাশের এলাকাগুলোর হাট-বাজারের ছোট খাট দোকানগুলোতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষরা তাদের পছন্দের জিনিস কিনছেন। অনেক ক্রেতাই মূল্য শুনছেন আর এ দোকান ও দোকান ঘুরছেন। অনেকে দাম মিললেই কিনে ফেলছেন পছন্দের জিনিসটি।

এছাড়া স্বল্প আয়ের মানুষের ভরসাস্থল নগরীর মহসিন মার্কেট, সিটি মার্কেট পুরোদমে জমে উঠেছে। এখানে সব বয়সী মানুষের জন্য রয়েছে রং বে রং এর পোশাক।