ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফাঁদে পা দেব না, সবাই ধৈর্য ধরুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Logo আইনজীবী সাইফুলকে দলীয় কর্মী হিসেবে দাবি জামায়াতের, আমিরের বিবৃতি Logo সদ্য সাবেক আইজিপি ময়নুলকে রাষ্ট্রদূত নিয়োগ Logo আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ Logo হবিগঞ্জে ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু Logo সিরাজগঞ্জে দেশের সবচেয়ে বড় রেলসেতুতে চললো ট্রেন Logo ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০ Logo আগামীকাল শিবিরের বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা Logo চট্টগ্রামে আইনজীবী হত্যা: জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম Logo ববিতে নতুন ট্রেজারার অবসরপ্রাপ্ত সেনাসদস্য কর্নেল মোস্তফা কামাল

পাঞ্জাবির লোগোতে সমকামিতার চিহ্ন, সামাজিক মাধ্যমে আড়ং বয়কটের ডাক

পণ্য বিক্রির আড়ালে আড়ং সমকামিতার প্রচার ও প্রসার চালাচ্ছে এমন অভিযোগে প্রতিষ্ঠানটি বয়কটের ডাক দিয়েছেন মুসলমানেরা। সমকামিতার চিহ্ন সম্বলিত প্রতিষ্ঠানটির পাঞ্জাবির ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে সামনে রেখে ইসলাম-বিদ্বেষী এই ঘটনায় প্রতিবাদে উত্তাল নেট দুনিয়া।

এদিকে আড়ং বয়কটের ডাকে আয়োজিত একটি কর্মসূচি পুলিশ পণ্ড করে দিলে সমালোচনার ঝড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মসূচি পণ্ডের ভিডিও দ্রুতই ভাইরাল হয়। যেখানে অনুমতি না নেওয়ার অজুহাত দিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দেখা যাচ্ছে একজন পুলিশ কর্মকর্তাকে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ জানিয়েছেন নেটিজনরা

এর কয়েক মাস আগে সারা দেশে ব্র্যাকের সকল প্রতিষ্ঠান ও পণ্য বয়কটের ঘোষণা দেয়া হয়। দেশের ৯২ শতাংশ মুসলমানকে শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয় নয় ব্র্যাক সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করার আহ্বান জানানো হয়। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে সপ্তম শ্রেণী শরীফ শরিফার গল্প নিয়ে।

ফেসবুকে পাঞ্জাবির ছবি পোস্ট করে সচেতনতামূলক পোস্টে শোয়াইব আহমেদ লিখেছেন, বয়কট আড়ং (ব্রাক)। বুঝলেন কিছু? এখন তারা সরাসরি রঙধনু পাঞ্জাবী বিক্রি করছে, এবং দ্বীনি আদর্শের বিরুদ্ধে সরাসরি (যুদ্ধ) ঘোষণা করেছে।

আপনার করণীয় কি? এবারের ঈদের নামাজ রঙধনু পাঞ্জাবী পরে পড়বেন? মনে রাখবেন, রঙধনুওয়ালাদের পাঞ্জাবী পরা মানেই তাদের আদর্শ মেনে নেওয়া।আপনার ঈমানের শক্তি থাকলে ওদের সবকিছু প্রত্যাখ্যান করুন। এটি আল-ওলা ও আল-বারা এর দাবী।

খেয়াল করলে দেখবেন, “রংধনুর রং হয় সাতটি, আর সম*কামিতার সিম্বলের রং হয় ছয়টা। এইবার মিলিয়ে দেখেনতো, পাঞ্জাবিতে কি রংধনুর ৭ রং, নাকি সমকামিতার ৬ রং?”

গভীর উদ্বেগ জানিয়ে জাহাঙ্গীর কবির লিখেছেন, আহা! কোথায় নিয়ে যাচ্ছে আমাদের! যে পাঞ্জাবী পরিধান করে আপনি নামাজ পড়বেন, আড়ং সেখানে অভিশপ্ত কওমে লুতের চিহ্ন সেঁটে দিয়েছে।সবসময় এ প্রতিষ্ঠানে নারীদের পোষাকে আধুনিক স্টাইলের নামে অপসংস্কৃতি ও জাহিলিয়াতকে প্রমোট করে থাকে। অন্যান্য কোম্পানির চেয়ে দামও তাদের চড়া।

অবাক করা ব্যাপার হলো – ‘শরিফ শরিফা’ নিয়ে এতো আলোচনা হওয়ার পর তারা সুস্পষ্ট ভাবে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে সমকামিতার বিস্তারে মাঠে নেমেছে। মুসলিমদের কাছে জামা বিক্রি করবে, মুসলিমদের ঈদে প্রচুর ব্যবসা করবে, আবার মুসলিমদের ঈমান আকিদা নিয়ে খেলবে! কি ভয়ংকর রসিকতা!?

আপনি আমি সচেতন না হলে খেলবেইতো। আমরা সিরিয়াস থাকলে এমন কাজ কখনোই তারা করতো না। কারণ ব্যবসা লসের চিন্তা তখন মাথায় থাকতো। এখন তাদের এমন চিন্তা নেই, কারণ আমরা সচেতন নই। আমরা আলাভোলা। তাই আমাদের নিয়ে অন্যরা খেলবেইতো!এখন সিদ্ধান্ত আপনার, আপনি ওখান থেকে পণ্য কিনবেন কি কিনবেন না।

মোহাম্মদ ইউসুফ আড়ং বয়কট কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনি যদি মুসলমান হন তাহলে অবশ্যই ব্রাকের সকল পূর্ণ বয়কট করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফাঁদে পা দেব না, সবাই ধৈর্য ধরুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

পাঞ্জাবির লোগোতে সমকামিতার চিহ্ন, সামাজিক মাধ্যমে আড়ং বয়কটের ডাক

আপডেট সময় ০৩:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

পণ্য বিক্রির আড়ালে আড়ং সমকামিতার প্রচার ও প্রসার চালাচ্ছে এমন অভিযোগে প্রতিষ্ঠানটি বয়কটের ডাক দিয়েছেন মুসলমানেরা। সমকামিতার চিহ্ন সম্বলিত প্রতিষ্ঠানটির পাঞ্জাবির ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে সামনে রেখে ইসলাম-বিদ্বেষী এই ঘটনায় প্রতিবাদে উত্তাল নেট দুনিয়া।

এদিকে আড়ং বয়কটের ডাকে আয়োজিত একটি কর্মসূচি পুলিশ পণ্ড করে দিলে সমালোচনার ঝড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মসূচি পণ্ডের ভিডিও দ্রুতই ভাইরাল হয়। যেখানে অনুমতি না নেওয়ার অজুহাত দিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দেখা যাচ্ছে একজন পুলিশ কর্মকর্তাকে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ জানিয়েছেন নেটিজনরা

এর কয়েক মাস আগে সারা দেশে ব্র্যাকের সকল প্রতিষ্ঠান ও পণ্য বয়কটের ঘোষণা দেয়া হয়। দেশের ৯২ শতাংশ মুসলমানকে শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয় নয় ব্র্যাক সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করার আহ্বান জানানো হয়। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে সপ্তম শ্রেণী শরীফ শরিফার গল্প নিয়ে।

ফেসবুকে পাঞ্জাবির ছবি পোস্ট করে সচেতনতামূলক পোস্টে শোয়াইব আহমেদ লিখেছেন, বয়কট আড়ং (ব্রাক)। বুঝলেন কিছু? এখন তারা সরাসরি রঙধনু পাঞ্জাবী বিক্রি করছে, এবং দ্বীনি আদর্শের বিরুদ্ধে সরাসরি (যুদ্ধ) ঘোষণা করেছে।

আপনার করণীয় কি? এবারের ঈদের নামাজ রঙধনু পাঞ্জাবী পরে পড়বেন? মনে রাখবেন, রঙধনুওয়ালাদের পাঞ্জাবী পরা মানেই তাদের আদর্শ মেনে নেওয়া।আপনার ঈমানের শক্তি থাকলে ওদের সবকিছু প্রত্যাখ্যান করুন। এটি আল-ওলা ও আল-বারা এর দাবী।

খেয়াল করলে দেখবেন, “রংধনুর রং হয় সাতটি, আর সম*কামিতার সিম্বলের রং হয় ছয়টা। এইবার মিলিয়ে দেখেনতো, পাঞ্জাবিতে কি রংধনুর ৭ রং, নাকি সমকামিতার ৬ রং?”

গভীর উদ্বেগ জানিয়ে জাহাঙ্গীর কবির লিখেছেন, আহা! কোথায় নিয়ে যাচ্ছে আমাদের! যে পাঞ্জাবী পরিধান করে আপনি নামাজ পড়বেন, আড়ং সেখানে অভিশপ্ত কওমে লুতের চিহ্ন সেঁটে দিয়েছে।সবসময় এ প্রতিষ্ঠানে নারীদের পোষাকে আধুনিক স্টাইলের নামে অপসংস্কৃতি ও জাহিলিয়াতকে প্রমোট করে থাকে। অন্যান্য কোম্পানির চেয়ে দামও তাদের চড়া।

অবাক করা ব্যাপার হলো – ‘শরিফ শরিফা’ নিয়ে এতো আলোচনা হওয়ার পর তারা সুস্পষ্ট ভাবে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে সমকামিতার বিস্তারে মাঠে নেমেছে। মুসলিমদের কাছে জামা বিক্রি করবে, মুসলিমদের ঈদে প্রচুর ব্যবসা করবে, আবার মুসলিমদের ঈমান আকিদা নিয়ে খেলবে! কি ভয়ংকর রসিকতা!?

আপনি আমি সচেতন না হলে খেলবেইতো। আমরা সিরিয়াস থাকলে এমন কাজ কখনোই তারা করতো না। কারণ ব্যবসা লসের চিন্তা তখন মাথায় থাকতো। এখন তাদের এমন চিন্তা নেই, কারণ আমরা সচেতন নই। আমরা আলাভোলা। তাই আমাদের নিয়ে অন্যরা খেলবেইতো!এখন সিদ্ধান্ত আপনার, আপনি ওখান থেকে পণ্য কিনবেন কি কিনবেন না।

মোহাম্মদ ইউসুফ আড়ং বয়কট কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনি যদি মুসলমান হন তাহলে অবশ্যই ব্রাকের সকল পূর্ণ বয়কট করুন।