ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী জন নিহত

ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ত্রিশাল সদরের সাইদুল কমিশনারের বাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরিফুল ইসলাম (৩৪), সালমান আজাদী ও এক শিশু (২)।

তাদের মধ্যে সালমান আজাদী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক শিশু মারা যায়।

এ ঘটনায় আহত হন আরো কয়েকজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। আর পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা

ত্রিশালে বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী জন নিহত

আপডেট সময় ০৪:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ত্রিশাল সদরের সাইদুল কমিশনারের বাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরিফুল ইসলাম (৩৪), সালমান আজাদী ও এক শিশু (২)।

তাদের মধ্যে সালমান আজাদী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক শিশু মারা যায়।

এ ঘটনায় আহত হন আরো কয়েকজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। আর পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।