ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন জামায়াত আমির Logo নিউটনের মহাকর্ষ সূত্র ভুল দাবি করলেন পঞ্চগড়ের আফসার Logo বাংলাদেশ-মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় সই Logo ছাত্রশিবির সম্পর্কে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে -জাহিদুল ইসলাম Logo ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল আরও এক মাস Logo প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলছে Logo রাবি ভিসির বাসভবনে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতার তালা Logo ইসি চাইলে ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে-ইসি সানাউল্লাহ Logo স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের Logo আবারও ‘না’ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে: ইসি সানাউল্লাহ

এলেন রোনালদো, হারলো পর্তুগাল

দুঃস্বপ্নের এক ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন রোনালদো। গত বৃহ্স্পতিবার সু্ইডেনের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ মার্তিনেজ। ওই ম্যাচে রোনালদোকে ছাড়াই ৫-২ গোলে জিতেছিল পর্তুগিজরা।

কিন্তু মঙ্গলবার রাতে লুবজানায় মাঠে ফিরে এমন হার দেখতে হবে তা কল্পনাও হয়তো করেননি রোনালদো। তবে এই ম্যাচে দলে ছিলেন না পর্তুগালের বড় দুই তারকা ও মাস্টারমাইন্ড ব্রুনো ফার্নান্দেজ আর বার্নাডো সিলভা। যে কারণে রোনালদো মাঠে সুবিধা করতে পারেন নি।

স্লোভেনিয়ার হয়ে এদিন গোল করেন অ্যাডাম নিজডা (৭২ মিনিটে) ও তিমি ম্যাক্স ইজনিক (৮০ মিনিটে)।

এর আগে ১০ ম্যাচের সবগুলোতেই দুর্দান্ত জয় নিয়ে ইউরোতে কোয়ালিফাই করেছে পর্তুগাল। ইউরোতে খেলার আগে আর তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পর্তুগাল। ম্যাচগুলো হবে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

একই রাতে অপর দুই ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও ফ্রান্স। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আর চিলিকে ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্স।

জার্মানির হয়ে গোল করেন ম্যাক্সিমিলান মিটলসটেট (১১ মিনিটে) আর নিকলাস ফুলক্রুগ (৮৫ মিনিটে)। আর নেদারল্যান্ডসের হয়ে একমাত্র গোলটি করেন জই ভারমেন (৪ মিনিটে।

এই রাতে জমে উঠে চিলি-ফ্রান্সের মধ্যকার ম্যাচ। মাত্র ৬ মিনিটে প্রথম লিড নেয় চিলি। এরপর ১৮ মিনিটে ইউসুফ ফোফেনা ও ২৫ মিনিটে রান্ডাল কলো মুয়ানি ও ৭২ মিনিটে অলিভার জিরোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

৮২ মিনিটে গোল করে ব্যবধান ৩-২ করে ল্যাটিন আমেরিকার দল চিলি। গোল করেন দারিও ওসারিও। আর শুরুর গোলটি করেন মার্সিলিনো নুনেজ।

জনপ্রিয় সংবাদ

আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন জামায়াত আমির

এলেন রোনালদো, হারলো পর্তুগাল

আপডেট সময় ০১:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

দুঃস্বপ্নের এক ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন রোনালদো। গত বৃহ্স্পতিবার সু্ইডেনের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ মার্তিনেজ। ওই ম্যাচে রোনালদোকে ছাড়াই ৫-২ গোলে জিতেছিল পর্তুগিজরা।

কিন্তু মঙ্গলবার রাতে লুবজানায় মাঠে ফিরে এমন হার দেখতে হবে তা কল্পনাও হয়তো করেননি রোনালদো। তবে এই ম্যাচে দলে ছিলেন না পর্তুগালের বড় দুই তারকা ও মাস্টারমাইন্ড ব্রুনো ফার্নান্দেজ আর বার্নাডো সিলভা। যে কারণে রোনালদো মাঠে সুবিধা করতে পারেন নি।

স্লোভেনিয়ার হয়ে এদিন গোল করেন অ্যাডাম নিজডা (৭২ মিনিটে) ও তিমি ম্যাক্স ইজনিক (৮০ মিনিটে)।

এর আগে ১০ ম্যাচের সবগুলোতেই দুর্দান্ত জয় নিয়ে ইউরোতে কোয়ালিফাই করেছে পর্তুগাল। ইউরোতে খেলার আগে আর তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পর্তুগাল। ম্যাচগুলো হবে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

একই রাতে অপর দুই ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও ফ্রান্স। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আর চিলিকে ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্স।

জার্মানির হয়ে গোল করেন ম্যাক্সিমিলান মিটলসটেট (১১ মিনিটে) আর নিকলাস ফুলক্রুগ (৮৫ মিনিটে)। আর নেদারল্যান্ডসের হয়ে একমাত্র গোলটি করেন জই ভারমেন (৪ মিনিটে।

এই রাতে জমে উঠে চিলি-ফ্রান্সের মধ্যকার ম্যাচ। মাত্র ৬ মিনিটে প্রথম লিড নেয় চিলি। এরপর ১৮ মিনিটে ইউসুফ ফোফেনা ও ২৫ মিনিটে রান্ডাল কলো মুয়ানি ও ৭২ মিনিটে অলিভার জিরোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

৮২ মিনিটে গোল করে ব্যবধান ৩-২ করে ল্যাটিন আমেরিকার দল চিলি। গোল করেন দারিও ওসারিও। আর শুরুর গোলটি করেন মার্সিলিনো নুনেজ।