ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি Logo আবারও ৫ আগস্টের মতো নেতাকর্মীদের রাজপথে নামার আহবান মির্জা ফখরুলের Logo কঠিন চাপে নেতানিয়াহু,বিদেশে গ্রেপ্তার, দেশে দুর্নীতির মামলা Logo ডেঙ্গুতে আজ একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২ Logo নতুন বাংলাদেশে নতুন বিপিএলের আশা ক্রীড়া উপদেষ্টার Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নিখোঁজ Logo কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার Logo জাহাজে রক্তাক্ত ৫ লাশ, হাসপাতালে আরও ২ জনের মৃত্যু Logo বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব: আসিফ নজরুল Logo চাঁদপুরে মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল ৫ জনের মরদেহ

প্রথম টেস্টে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 115

প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ জিতেছে ওয়ানডে সিরিজ। এবার দুই দল অবতীর্ণ হচ্ছে টেস্ট সিরিজ জয়ের লড়াইয়ে। রাত পোহালেই শুরু হবে দুই দলের মধ্যকার লড়াই। আগামীকাল শুক্রবার প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে নেই মুশফিকুর রহিম। অনুশীলনের সময় আঙুলে চোট লেগে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। তার পরিবর্তে টাইগারদের একাদশে যোগ দিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

গেল বছরের নভেম্বরে সিলেটে একজন পেসার নিয়ে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। সেই টেস্টে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ আর নাইম হাসানের সঙ্গে একমাত্র পেসার ছিলেন শরিফুল ইসলাম। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৫০ রানে।

কিন্তু ঢাকায় শেরে বাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই কম্বিনেশন নিয়ে খেলতে নেমে ৪ উইকেটে হেরেছে টাইগাররা। তবে আগামীকালের ম্যাচে বাংলাদেশ দলে খেলবেন কমপক্ষে দুইজন পেসার। দুইজনেই হতে পারেন নতুন মুখ। একজন নাহিদ রানা, আরেকজন হতে পারেন মুশফিক হাসান। অপরদিকে বিশ্রামে থাকতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। নিজেদের মাঠে ১০ বার লঙ্কানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে তিনটি ম্যাচ ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ৭টিতেই নিতে হয়েছে হারের তিক্ত স্বাদ।

সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বারের দেখায় বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে। সেটি ২০১৭ সালে কলম্বোর সারা ওভাল স্টেডিয়ামে ৪ উইকেটে। ওই ম্যাচের সেরা পারফরমার ছিলেন তামিম ইকবাল আর সিরিজসেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব আল হাসান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

প্রথম টেস্টে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় ১১:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ জিতেছে ওয়ানডে সিরিজ। এবার দুই দল অবতীর্ণ হচ্ছে টেস্ট সিরিজ জয়ের লড়াইয়ে। রাত পোহালেই শুরু হবে দুই দলের মধ্যকার লড়াই। আগামীকাল শুক্রবার প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে নেই মুশফিকুর রহিম। অনুশীলনের সময় আঙুলে চোট লেগে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। তার পরিবর্তে টাইগারদের একাদশে যোগ দিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

গেল বছরের নভেম্বরে সিলেটে একজন পেসার নিয়ে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। সেই টেস্টে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ আর নাইম হাসানের সঙ্গে একমাত্র পেসার ছিলেন শরিফুল ইসলাম। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৫০ রানে।

কিন্তু ঢাকায় শেরে বাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই কম্বিনেশন নিয়ে খেলতে নেমে ৪ উইকেটে হেরেছে টাইগাররা। তবে আগামীকালের ম্যাচে বাংলাদেশ দলে খেলবেন কমপক্ষে দুইজন পেসার। দুইজনেই হতে পারেন নতুন মুখ। একজন নাহিদ রানা, আরেকজন হতে পারেন মুশফিক হাসান। অপরদিকে বিশ্রামে থাকতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। নিজেদের মাঠে ১০ বার লঙ্কানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে তিনটি ম্যাচ ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ৭টিতেই নিতে হয়েছে হারের তিক্ত স্বাদ।

সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বারের দেখায় বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে। সেটি ২০১৭ সালে কলম্বোর সারা ওভাল স্টেডিয়ামে ৪ উইকেটে। ওই ম্যাচের সেরা পারফরমার ছিলেন তামিম ইকবাল আর সিরিজসেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব আল হাসান।