দেশে হালাল উপায়ে জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর মিরপুরে এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। রমজানের পঞ্চম দিনে মিরপুরের পল্লবীতে একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে পল্লবীর বিএনপি নেতারা।
সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বাজারে অস্থিরতার কারণে রমজানেও মানুষের দুর্ভোগ কমেনি। খাবার নিয়ে সরকারদলীয় নেতারা নানা পরামর্শ দিয়ে মানুষের সঙ্গে উপহাস করছেন।’
জনগণের টাকায় যারা বিলাসী জীবনযাপন আর বিদেশে পাচার করে তাদের শাসন চিরস্থায়ী হবে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিতো। যারা গরীব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে, জনগণ তাদের ক্ষমা করবে না। বিএনপির আন্দোলন চলছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন বিজয় আসবেই। এই ডামি সরকারের বিরুদ্ধে বিএনপির লড়াই অব্যাহত থাকবে। জনরোষে পতন হবে ক্ষমতাসীনদের।
মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ৭১টি ওয়ার্ডের মধ্যে এদিন ৮টি ওয়ার্ডে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য ইফতারে সংগঠনের সদস্যসচিব আমিনুল হক উপস্থিত থেকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।