ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার গণহত্যার দায় এড়াতে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে: শিবির সরকার পতনের এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক বিএনপির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বেড়ে নিহতের সংখ্যা এখন ২০৪ কর্মসূচিতে না নামায় ভেঙে দেওয়া হলো আ. লীগের ২৭ ইউনিট কমিটি ‘ক্ষতিগ্রস্ত ৩০০ কক্ষ সংস্কারের পর চালু করা হবে শিক্ষা কার্যক্রম’ প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: ওবায়দুল কাদের আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী নাহিদ ও আসিফকে হাসপাতাল থেকে তুলে নেয়ার অভিযোগ মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী ভিসা বন্ধ নিয়ে কিছুই জানায়নি আমিরাত: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুইজ্জো। শনিবার রানঅফ নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন রানঅফে গড়ায়।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচনে ব্যবহৃত ৫৬৮ ব্যালটের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে দেখা গেছে, মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ১ লাখ ১৩৯ ভোট বা ৫৩ দশমিক ৭৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৮৫ হাজার ৩৫৬ ভোট বা ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট।

মোহাম্মদ মুইজ্জো এর আগে রাজধানী মালের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আগামী পাঁচ বছরের জন্য পর্যটনসমৃদ্ধ এ দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এদিকে, প্রেসিডেন্ট হিসেবে বিজয়ের ফলে মেয়রের পদ শূন্য হয়েছে। মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) নেতৃত্বাধীন জোট এর আগে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপের ক্ষমতায় ছিল।

২ লাখ ৮২ হাজার ৮০৪ জন যোগ্য ভোটারের মধ্যে ৮৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, মোট প্রায় ২ লাখ ৪০ হাজার নাগরিক।প্রশংসা পেয়েছে নির্বাচন কমিশন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানকারী নির্বাচন কমিশন (ইসি) সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। জনসাধারণ টুইটারে এই অনুভূতি প্রকাশ করেছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া কতটা নির্বিঘ্ন হয়েছে তা উল্লেখ করে জনগণ ইসির পুরো টিম ও চেয়ারপারসন ফুয়াদ তৌফিকের প্রশংসা করেন।

এর আগে মালদ্বীপে এ ধরনের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও তারা জোর দেন। তারা আরো বলেন, ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই নির্বাচনকে অবশ্যই দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করতে হবে। তাদের মধ্যে কেউ কেউ ফুয়াদকে “ম্যান অব দ্য ম্যাচ” হিসাবে বর্ণনা করে এবং বলেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর সময় ফুয়াদকে অভিনন্দন জানানো উচিত।

সরকার গণহত্যার দায় এড়াতে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে: শিবির

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

আপডেট সময় ০২:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুইজ্জো। শনিবার রানঅফ নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন রানঅফে গড়ায়।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচনে ব্যবহৃত ৫৬৮ ব্যালটের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে দেখা গেছে, মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ১ লাখ ১৩৯ ভোট বা ৫৩ দশমিক ৭৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৮৫ হাজার ৩৫৬ ভোট বা ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট।

মোহাম্মদ মুইজ্জো এর আগে রাজধানী মালের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আগামী পাঁচ বছরের জন্য পর্যটনসমৃদ্ধ এ দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এদিকে, প্রেসিডেন্ট হিসেবে বিজয়ের ফলে মেয়রের পদ শূন্য হয়েছে। মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) নেতৃত্বাধীন জোট এর আগে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপের ক্ষমতায় ছিল।

২ লাখ ৮২ হাজার ৮০৪ জন যোগ্য ভোটারের মধ্যে ৮৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, মোট প্রায় ২ লাখ ৪০ হাজার নাগরিক।প্রশংসা পেয়েছে নির্বাচন কমিশন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানকারী নির্বাচন কমিশন (ইসি) সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। জনসাধারণ টুইটারে এই অনুভূতি প্রকাশ করেছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া কতটা নির্বিঘ্ন হয়েছে তা উল্লেখ করে জনগণ ইসির পুরো টিম ও চেয়ারপারসন ফুয়াদ তৌফিকের প্রশংসা করেন।

এর আগে মালদ্বীপে এ ধরনের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও তারা জোর দেন। তারা আরো বলেন, ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই নির্বাচনকে অবশ্যই দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করতে হবে। তাদের মধ্যে কেউ কেউ ফুয়াদকে “ম্যান অব দ্য ম্যাচ” হিসাবে বর্ণনা করে এবং বলেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর সময় ফুয়াদকে অভিনন্দন জানানো উচিত।