ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কবি নজরুল ইসলামের নাতি বাবুলের মৃত্যু Logo তাহাজ্জুদের পর থেকেই মিথ্যা বলা শুরু করতো শেখ হাসিনা: প্রেস সচিব Logo আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শপথের আগে ওয়াশিংটনে হাজার হাজার মানুষের ট্রাম্প-বিরোধী বিক্ষোভ Logo সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার,রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি Logo স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা Logo জাবিতে মহিলা হলে বহিরাগত যুবক আটক Logo শীতে কাপছে পঞ্চগড়, একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে ৭.৯ ডিগ্রিতে নামল Logo একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

মেসি যাওয়ার পর প্রথমবার চ্যাম্পিয়নস লীগের শেষ আটে বার্সেলোনা

লড়াইটা যেমন বার্সেলোনা-নাপোলির ছিল, তেমনি ছিল দুই দলের দুই স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ও ভিক্টর ওসিমেনের। তবে লেভা গোল পেলেন একটা, পেলেন না ওসিমেন। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ফল অবশ্য শুধু ওই এক গোলেই নির্ধারিত হয়নি। লেভার গোলের আগে দুপাশের জালেই গোল হয়েছে আরও। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলে নাপোলিকে হারিয়েছে বার্সা। আর দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে জাভি হার্নান্দেজের দল উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও।

ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথম লেগটা শেষ হয়েছিল ১-১ সমতায়। অলিম্পিক লুই কোম্পানিস স্টেডিয়ামে দুই লেগ মিলিয়ে স্কোরটা বার্সেলোনা ৩-১ বানিয়ে ফেলে ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই। ১৫ মিনিটে বার্সা উইঙ্গার ফারমিন লোপেজের গোলের দুই মিনিট পরেই আবার নাপোলির জালে বল পাঠান কানসেলো।

শুরু থেকে ওই দুই গোল পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রনও ছিল বার্সার হাতেই। কিন্তু দুই গোল করার পর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে বার্সা। এই সুযোগে ৩০ মিনিটে সেন্টার ব্যাক আমির রাহমানির গোলে ব্যবধান কমায় নাপোলি। ম্যাচের স্কোর তখন বার্সা ২, নাপোলি ১। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে বার্সেলোনা।

গোল খাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রনও হারিয়ে ফেলে বার্সা, তবে সুযোগটা নাপোলি নিতে পারেনি ফিনিশিং ভালো না হওয়ায়। নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে লক্ষ্য করে লম্বা পাসে খেলছিল নাপোলি। কিন্তু বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙ্গে এগোতে গিয়ে বারবার অফসাইড ট্র্যাপে পড়ছিলেন ওসিমেন।

এই ম্যাচে আরেকজনের ওপর বিশেষ নজর ছিল, ওসিমেনের মতো প্রথম লেগে গোল পাওয়া রবার্ট লেভানডফস্কি। কিন্তু নাপোলি নাইজেরিয়ান স্ট্রাইকারের মতো হতাশ করছিলেন বার্সার পোলিশ স্ট্রাইকারও।

তবে শেষ পর্যন্ত একেবারে খালি হাতে ফিরতে হয়নি লেভাকে। ৮৩ মিনিটে সার্জি রবার্তোর পাস থেকে গোল করে বার্সাকে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার। এর পরে আর নাপোলির পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

কবি নজরুল ইসলামের নাতি বাবুলের মৃত্যু

মেসি যাওয়ার পর প্রথমবার চ্যাম্পিয়নস লীগের শেষ আটে বার্সেলোনা

আপডেট সময় ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

লড়াইটা যেমন বার্সেলোনা-নাপোলির ছিল, তেমনি ছিল দুই দলের দুই স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ও ভিক্টর ওসিমেনের। তবে লেভা গোল পেলেন একটা, পেলেন না ওসিমেন। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ফল অবশ্য শুধু ওই এক গোলেই নির্ধারিত হয়নি। লেভার গোলের আগে দুপাশের জালেই গোল হয়েছে আরও। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলে নাপোলিকে হারিয়েছে বার্সা। আর দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে জাভি হার্নান্দেজের দল উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও।

ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথম লেগটা শেষ হয়েছিল ১-১ সমতায়। অলিম্পিক লুই কোম্পানিস স্টেডিয়ামে দুই লেগ মিলিয়ে স্কোরটা বার্সেলোনা ৩-১ বানিয়ে ফেলে ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই। ১৫ মিনিটে বার্সা উইঙ্গার ফারমিন লোপেজের গোলের দুই মিনিট পরেই আবার নাপোলির জালে বল পাঠান কানসেলো।

শুরু থেকে ওই দুই গোল পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রনও ছিল বার্সার হাতেই। কিন্তু দুই গোল করার পর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে বার্সা। এই সুযোগে ৩০ মিনিটে সেন্টার ব্যাক আমির রাহমানির গোলে ব্যবধান কমায় নাপোলি। ম্যাচের স্কোর তখন বার্সা ২, নাপোলি ১। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে বার্সেলোনা।

গোল খাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রনও হারিয়ে ফেলে বার্সা, তবে সুযোগটা নাপোলি নিতে পারেনি ফিনিশিং ভালো না হওয়ায়। নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে লক্ষ্য করে লম্বা পাসে খেলছিল নাপোলি। কিন্তু বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙ্গে এগোতে গিয়ে বারবার অফসাইড ট্র্যাপে পড়ছিলেন ওসিমেন।

এই ম্যাচে আরেকজনের ওপর বিশেষ নজর ছিল, ওসিমেনের মতো প্রথম লেগে গোল পাওয়া রবার্ট লেভানডফস্কি। কিন্তু নাপোলি নাইজেরিয়ান স্ট্রাইকারের মতো হতাশ করছিলেন বার্সার পোলিশ স্ট্রাইকারও।

তবে শেষ পর্যন্ত একেবারে খালি হাতে ফিরতে হয়নি লেভাকে। ৮৩ মিনিটে সার্জি রবার্তোর পাস থেকে গোল করে বার্সাকে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার। এর পরে আর নাপোলির পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।