ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক, ঈদের আগেই মামুনুল হককে মুক্তির আশ্বাস

ঈদুল ফিতরের আগেই হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১২ মার্চ) হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, হেফাজত নেতৃবৃন্দ দুটি দাবি জোরালোভাবে উথাপন করেছেন। প্রথমতম রোজার মধ্যেই নিঃশর্তভাবে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত ২০১৩ সাল থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

একইসঙ্গে তারা মন্ত্রীকে জানান, দাবি মানা না হলে তারা ঈদের পর কঠোর কর্মসূচি দেবেন।

এই দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোজার মাঝেই মাওলানা মামুনুল হককে মুক্তি দেওয়ার ব্যাপারে দৃঢ়তার সঙ্গে আশ্বাস প্রদান করেছেন। আর হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

বৈঠকে উপস্থিত হেফাজত নেতারা বলেন, ঈদুল ফিতরের পূর্বে যদি মাওলানা মামুনুল হককে মুক্তি না দেওয়া হয়, তাহলে শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শক্রমে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কর্মসূচি ঘোষণা নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন।

এ ব্যাপারে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বৈঠকে আমি উপস্থিত ছিলাম না। কিন্তু বৈঠক সম্পর্কে আমি অবগত আছি। ওখানে সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগে মামুনুল হকের মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।’

এ বিষয় জানতে চাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ‘গতকাল (সোমবার) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। ঈদের আগে আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।’

বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি জসীমুদ্দীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীরুল্লাহ এবং প্রচার সম্পাদক মাওলানা কিফায়াতুল্লাহ আযহারী।

সূত্র- ঢাকাটাইমস২৪

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক, ঈদের আগেই মামুনুল হককে মুক্তির আশ্বাস

আপডেট সময় ০২:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

ঈদুল ফিতরের আগেই হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১২ মার্চ) হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, হেফাজত নেতৃবৃন্দ দুটি দাবি জোরালোভাবে উথাপন করেছেন। প্রথমতম রোজার মধ্যেই নিঃশর্তভাবে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত ২০১৩ সাল থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

একইসঙ্গে তারা মন্ত্রীকে জানান, দাবি মানা না হলে তারা ঈদের পর কঠোর কর্মসূচি দেবেন।

এই দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোজার মাঝেই মাওলানা মামুনুল হককে মুক্তি দেওয়ার ব্যাপারে দৃঢ়তার সঙ্গে আশ্বাস প্রদান করেছেন। আর হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

বৈঠকে উপস্থিত হেফাজত নেতারা বলেন, ঈদুল ফিতরের পূর্বে যদি মাওলানা মামুনুল হককে মুক্তি না দেওয়া হয়, তাহলে শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শক্রমে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কর্মসূচি ঘোষণা নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন।

এ ব্যাপারে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বৈঠকে আমি উপস্থিত ছিলাম না। কিন্তু বৈঠক সম্পর্কে আমি অবগত আছি। ওখানে সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগে মামুনুল হকের মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।’

এ বিষয় জানতে চাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ‘গতকাল (সোমবার) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। ঈদের আগে আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।’

বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি জসীমুদ্দীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীরুল্লাহ এবং প্রচার সম্পাদক মাওলানা কিফায়াতুল্লাহ আযহারী।

সূত্র- ঢাকাটাইমস২৪