গতবছরের জুলাইয়ে সিরিজ চলাকালে আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তারই নির্দেশে পরদিনই অবসর ভেঙে দলে ফেরার কথা জানান তামিম। আড়াই মাস পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে প্রত্যাবর্তনও করেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার। এরপর আবার নানা নাটকীয়তা! পরে বোর্ড কর্তাদের বিরুদ্ধে ‘নোংরামি’র অভিযোগ তুলে ভারত বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম।
এরপর থেকে তামিম কবে জাতীয় দলে ফিরবেন তা নিয়ে বহু আলোচনা হয়েছে। চলমান লঙ্কান ওডিআই সিরিজের শেষ ম্যাচে তামিম ফিরতে পারেন এমন গুঞ্জনও শুরু হয়েছিল। তবে জানা গেছে তামিম ইকবাল চলতি বছর আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না।
রোববার (১০ মার্চ) তামিম ইকবালের সাথে বৈঠক হয়েছে ক্রিকেট বোর্ডের। সেখানে বোর্ডের পক্ষ থেকে দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ তামিমের বৈঠক করেন। বৈঠকে তামিম তার সিদ্ধান্ত জানিয়ে দেন।