ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার Logo মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির Logo ১০০০ ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র Logo কেরানীগঞ্জে আওয়ামী নেতা ইকবাল ও ছাত্রলীগ নেতা ইয়ামিন গ্রেপ্তার Logo পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ‘আমার বিরুদ্ধে কিছু মানুষ মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে’ Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন

শিব মেলায় চন্দ্রনাথে উঠতে গিয়ে পুণ্যার্থীর মৃত্যু, অসুস্থ আড়াই হাজার

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় ভিড়ে আটকা পড়ে দিলীপ সাহা (৫৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়েছেন প্রায় আড়াই হাজার তীর্থযাত্রী।

শনিবার (৯ মার্চ) বিকেলে মহাতীর্থের চন্দ্রনাথ ধামের বীরুপাক্ষ মন্দিরের তলদেশে এ ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী বরিশাল জেলার রবি সাহার ছেলে।

নিহত দিলীপের শ্যালক মানিক সাহা জানান, তারা বরিশাল থেকে সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডে আসেন। দুপুরের পর তারা চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেন। ভিড় ঠেলে বীরুপাক্ষের অনেকটা কাছাকাছি গিয়ে উঁচু একটি জায়গায় আটকা পড়েন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর ভিড়ের চাপে অসুস্থ বোধ করেন দিলীপ। এক পর্যায়ে বুকের ব্যথায় পাহাড়ি রাস্তার মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। পরে স্বেচ্ছাসেবকের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানালে তারা ইকোপার্ক হয়ে মরদেহ নিচে নামিয়ে আনেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, তীর্থ দর্শনে পাহাড়ে ওঠার সময় স্ট্রোক করে এক মধ্যবয়সী পুণ্যার্থী নিহত হন।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, তীব্র ভিড়ে মরদেহটি নিচে নামাতে বেগ পেতে হয়েছে। মরদেহ সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সীতাকুণ্ড মন্দির সড়ক থেকে চন্দ্রনাথ মন্দিরের পাদদেশ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ লোকে লোকারণ্য ছিল। শিব মন্দির দর্শন করতে গিয়ে দর্শনার্থীদের ভিড়ের চাপে গত দুই দিনে অসুস্থ হয়েছেন প্রায় আড়াই হাজার ভক্ত।

পটিয়া থেকে আসা তীর্থযাত্রী কৃষ্ণ ধন সাহা জানান, চন্দ্রনাথ ধামে ওঠার রাস্তাটি চলাচলের অনুপোযোগী হওয়াই অনেক ভক্ত উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

নিখিল রঞ্জন দাস নামে একজন বলেন, দশ বছর ধরে তীর্থ করতে আসছি। চন্দ্রনাথে ওঠার রাস্তা ও মন্দিরগুলোর কোনো পরিবর্তন হয়নি।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শিব চতুর্দশী মেলা।

মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা জানান, তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা গতকাল শনিবার সন্ধ্যার পর তিথি শেষ হয়েছে। তবে মেলার আনুষ্ঠানিকতা চলবে রোববার (আজ) দুপুর পর্যন্ত। তবে স্রাইন কমিটির সমন্বয়হীনতার কারণে গতবারের চেয়ে এবারের মেলা অনেকটাই নিষ্প্রাণ ছিল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, প্রতিবারের মতো এবারও শিব চতুর্দশী মেলায় তিনজন চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়ে আড়াই হাজার তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

টিভিতে যে খেলা দেখবেন আজ

শিব মেলায় চন্দ্রনাথে উঠতে গিয়ে পুণ্যার্থীর মৃত্যু, অসুস্থ আড়াই হাজার

আপডেট সময় ০১:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় ভিড়ে আটকা পড়ে দিলীপ সাহা (৫৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়েছেন প্রায় আড়াই হাজার তীর্থযাত্রী।

শনিবার (৯ মার্চ) বিকেলে মহাতীর্থের চন্দ্রনাথ ধামের বীরুপাক্ষ মন্দিরের তলদেশে এ ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী বরিশাল জেলার রবি সাহার ছেলে।

নিহত দিলীপের শ্যালক মানিক সাহা জানান, তারা বরিশাল থেকে সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডে আসেন। দুপুরের পর তারা চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেন। ভিড় ঠেলে বীরুপাক্ষের অনেকটা কাছাকাছি গিয়ে উঁচু একটি জায়গায় আটকা পড়েন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর ভিড়ের চাপে অসুস্থ বোধ করেন দিলীপ। এক পর্যায়ে বুকের ব্যথায় পাহাড়ি রাস্তার মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। পরে স্বেচ্ছাসেবকের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানালে তারা ইকোপার্ক হয়ে মরদেহ নিচে নামিয়ে আনেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, তীর্থ দর্শনে পাহাড়ে ওঠার সময় স্ট্রোক করে এক মধ্যবয়সী পুণ্যার্থী নিহত হন।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, তীব্র ভিড়ে মরদেহটি নিচে নামাতে বেগ পেতে হয়েছে। মরদেহ সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সীতাকুণ্ড মন্দির সড়ক থেকে চন্দ্রনাথ মন্দিরের পাদদেশ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ লোকে লোকারণ্য ছিল। শিব মন্দির দর্শন করতে গিয়ে দর্শনার্থীদের ভিড়ের চাপে গত দুই দিনে অসুস্থ হয়েছেন প্রায় আড়াই হাজার ভক্ত।

পটিয়া থেকে আসা তীর্থযাত্রী কৃষ্ণ ধন সাহা জানান, চন্দ্রনাথ ধামে ওঠার রাস্তাটি চলাচলের অনুপোযোগী হওয়াই অনেক ভক্ত উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

নিখিল রঞ্জন দাস নামে একজন বলেন, দশ বছর ধরে তীর্থ করতে আসছি। চন্দ্রনাথে ওঠার রাস্তা ও মন্দিরগুলোর কোনো পরিবর্তন হয়নি।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শিব চতুর্দশী মেলা।

মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা জানান, তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা গতকাল শনিবার সন্ধ্যার পর তিথি শেষ হয়েছে। তবে মেলার আনুষ্ঠানিকতা চলবে রোববার (আজ) দুপুর পর্যন্ত। তবে স্রাইন কমিটির সমন্বয়হীনতার কারণে গতবারের চেয়ে এবারের মেলা অনেকটাই নিষ্প্রাণ ছিল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, প্রতিবারের মতো এবারও শিব চতুর্দশী মেলায় তিনজন চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়ে আড়াই হাজার তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।