রাজধানীর শ্যামলীতে চালু করা হয়েছে সুলভ মূল্যের বাজার। জানা গেছে, সেখানে তেল, চিনি, চাল, ডাল, গরুর মাংস ও ডিমসহ শাক-সবজি সবকিছুরই অন্যান্য বাজারের থেকে কম দামে পাওয়া যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেনা দামেই এ বাজারে পণ্য বিক্রি করা হবে।
রোববার (১০ মার্চ) সকালে শ্যামলীতে এ বাজারের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রী জানান, আদাবর থানা যুবলীগ ও ছাত্রলীগের পরিচালনায় এ বাজারে কম দামে মিলবে কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য।
শ্যামলীসহ নিজ নির্বাচনী এলাকায় এমন আরও কয়েকটি বাজার চালুর কথাও জানান নানক। মন্ত্রী বলেন, কোনো ধরনের মুনাফা না করে, শুধু কেনা দামে পণ্য বিক্রি করা হবে এ বাজারে। পুরো রমজান মাসজুড়ে নিম্ন আয়ের মানুষদের জন্য এ বাজার চালু থাকবে।
সরেজমিন দেখা যায়, ক্রেতারা ভিড় করতে শুরু করেছেন বাজারের বিভিন্ন দোকানে। সুলভ মূল্যের বাজার থেকে পণ্য কিনে খুশি তারা। এমন বাজার রাজধানীর বিভিন্ন পয়েন্টে চালুর দাবিও করেন তারা।