ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে Logo ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের Logo আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব Logo অবশেষে চলতি মাসেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি Logo এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার দাবি Logo লক্ষ্মীপুরে ১২ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার, মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক ২ Logo “মুন্সীগঞ্জ ছাত্র আন্দোলন হত্যাকাণ্ড সহ ১৪ মামলার আসামী চাক্কু মিলন গ্রেফতার” Logo পাবনায় নার্সিং শিক্ষার্থীদের ১ দফা দাবি এবং আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটের ডাক Logo রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর Logo র‍্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার নির্বাচনের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৯ মার্চ) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, ‘এখন পর্যন্ত কোনো প্রার্থী ভোটে প্রভাব খাটানো হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করেননি। আমাদের দৃষ্টিতে ভোট শান্তিপূর্ণ হয়েছে।

নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা ভোট বিঘ্নিত করেনি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ১৮টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় উল্লেখযোগ্য দু-একটি ঘটনা ঘটেছে। এক জায়গায় গুলির ঘটনা ঘটেছে, আরেকটি জায়গায় একজনকে ছুরিকাঘাত করা হয়েছে, তবে এসব ঘটনা ভোটে কোনো প্রভাব ফেলেনি।

উল্লেখ্য, শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্য পদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন হচ্ছে। এ ছাড়া ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে।

ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এই কাজটি করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অপরকে ময়মনসিংহ সিটি নির্বাচনে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৪৯ শতাংশ ভোট পড়েছে জানিয়ে ইসি মো. আলমগীর বলেন, ‘বিকেল ৪টার পরও ওখানে একটা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। সার্বিকভাবে আমরা বলতে পারি, ভোট শান্তিপূর্ণ হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

আপডেট সময় ১১:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার নির্বাচনের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৯ মার্চ) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, ‘এখন পর্যন্ত কোনো প্রার্থী ভোটে প্রভাব খাটানো হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করেননি। আমাদের দৃষ্টিতে ভোট শান্তিপূর্ণ হয়েছে।

নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা ভোট বিঘ্নিত করেনি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ১৮টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় উল্লেখযোগ্য দু-একটি ঘটনা ঘটেছে। এক জায়গায় গুলির ঘটনা ঘটেছে, আরেকটি জায়গায় একজনকে ছুরিকাঘাত করা হয়েছে, তবে এসব ঘটনা ভোটে কোনো প্রভাব ফেলেনি।

উল্লেখ্য, শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্য পদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন হচ্ছে। এ ছাড়া ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে।

ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এই কাজটি করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অপরকে ময়মনসিংহ সিটি নির্বাচনে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৪৯ শতাংশ ভোট পড়েছে জানিয়ে ইসি মো. আলমগীর বলেন, ‘বিকেল ৪টার পরও ওখানে একটা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। সার্বিকভাবে আমরা বলতে পারি, ভোট শান্তিপূর্ণ হয়েছে।