ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই অভ্যুত্থানে ৯ দফার আদ্যপ্রান্ত জানালেন সাংবাদিক অন্তু মুজাহিদ Logo রেমিট্যান্সে রেকর্ড, জুলাইয়ের ৩০ দিনে এলো ২৩৭ কোটি ডলার Logo চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত Logo সম্মান জোর করে অর্জনের বিষয় নয়: শিবির সভাপতি Logo থানা হোক ন্যায়বিচার লাভের প্রথম ঠিকানা, কেউ যেন অপমানিত না হয়: আইজিপি Logo ইউএনওকে ধমকালেন বিএনপি নেতা, অডিও ভাইরাল Logo জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ Logo ডেঙ্গুতে জুলাই মাসেই মৃত্যু ৪১ জনের Logo এখন পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম আবু সাদিক Logo ১২০তম প্রাইজবন্ডের ড্র, লাখ টাকা পুরস্কার পেলো যেসব নম্বর

একসঙ্গে পর্দায় ফিরতে চান রাশমিকা ও বিজয়

একসঙ্গে পর্দায় ফিরতে চান রাশমিকা ও বিজয়

প্রেম, ডেটিং ও বিয়ের প্রসঙ্গে নিয়মিত আলোচনায় থাকেন দক্ষিণের জনপ্রিয় পাওয়ার কাপল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। গুঞ্জন ছিল এই ফেব্রুয়ারিতেই বাগদান সেরে ফেলবেন দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন সেই মুহূর্তের। তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা না থাকলেও একসঙ্গে পর্দায় ফিরতে চান এই জুটি।

‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন বিজয় এবংরাশমিকা। পর্দায় দুজনের রসায়ন মন কেড়েছিল দর্শকের। কিন্তু দুজনের পারস্পরিক রসায়ন শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকেনি। গোপনে প্রেম করছেন তাঁরা।

দুজনের সম্পর্ক থাকুক কিংবা না থাকুক রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে পর্দায় দেখতে চান অনেকেই। এবার অনুরাগীদের জন্য খুশির খবর দিলেন রাশমিকা। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, পর্দায় বিজয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া ভালো। তাই আবার তাঁরা একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন।

দুজনেই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে আছেন। রশ্মিকা বলেন, ‘আমরা বহুদিন পর্দায় আসিনি একসঙ্গে। দর্শকেরা অপেক্ষা করে আছেন আমাদের একসঙ্গে দেখার জন্য। আমরা দুজনেই চাই আবার পর্দায় ফিরতে। কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি। বাস্তবে একসঙ্গে জুটি না বাঁধলেও পর্দায় যে দুজনেই আবার ফিরছেন, তা বোঝা যাচ্ছে। তবে কবে রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে দেখা যাবে, সেটা অবশ্য স্পষ্ট নয়।

ট্যাগস :

জুলাই অভ্যুত্থানে ৯ দফার আদ্যপ্রান্ত জানালেন সাংবাদিক অন্তু মুজাহিদ

একসঙ্গে পর্দায় ফিরতে চান রাশমিকা ও বিজয়

আপডেট সময় ০৯:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

প্রেম, ডেটিং ও বিয়ের প্রসঙ্গে নিয়মিত আলোচনায় থাকেন দক্ষিণের জনপ্রিয় পাওয়ার কাপল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। গুঞ্জন ছিল এই ফেব্রুয়ারিতেই বাগদান সেরে ফেলবেন দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন সেই মুহূর্তের। তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা না থাকলেও একসঙ্গে পর্দায় ফিরতে চান এই জুটি।

‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন বিজয় এবংরাশমিকা। পর্দায় দুজনের রসায়ন মন কেড়েছিল দর্শকের। কিন্তু দুজনের পারস্পরিক রসায়ন শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকেনি। গোপনে প্রেম করছেন তাঁরা।

দুজনের সম্পর্ক থাকুক কিংবা না থাকুক রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে পর্দায় দেখতে চান অনেকেই। এবার অনুরাগীদের জন্য খুশির খবর দিলেন রাশমিকা। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, পর্দায় বিজয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া ভালো। তাই আবার তাঁরা একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন।

দুজনেই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে আছেন। রশ্মিকা বলেন, ‘আমরা বহুদিন পর্দায় আসিনি একসঙ্গে। দর্শকেরা অপেক্ষা করে আছেন আমাদের একসঙ্গে দেখার জন্য। আমরা দুজনেই চাই আবার পর্দায় ফিরতে। কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি। বাস্তবে একসঙ্গে জুটি না বাঁধলেও পর্দায় যে দুজনেই আবার ফিরছেন, তা বোঝা যাচ্ছে। তবে কবে রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে দেখা যাবে, সেটা অবশ্য স্পষ্ট নয়।