ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ  Logo বৈষম্যহীন সমাজ নির্মাণের আহ্বানে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ-মিছিল Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • 286

অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন বলেও জানান মন্ত্রী।

শুক্রবার সকালে বেইলি রোড অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে রোগীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বলেন, মারা যাওয়া প্রত্যেকের কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

দগ্ধদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। এর মধ্যে বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিকেলে দুইজন ভর্তি রয়েছে। তিনি বলেন, একটা বদ্ধ ঘরে যখন তারা বের হতে পারে না তখন ধোঁয়া তাদের শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকের এমন হয়েছে।

যাদের বেশি হয়েছে দুঃখজনকভাবে তারা বাঁচতে পারেনি। যারা জীবিত আছে তারাও কেউই শঙ্কামুক্ত নয়। আমরা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি এখন আমরা আবার বসব, সব চিকিৎসকদের সঙ্গে বসে করণীয় প্রসঙ্গে সিদ্ধান্ত নেব। এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীর অপ্রয়োজনে স্বজনদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌনে সাতটার সময় আমাকে ফোনে দগ্ধ রোগীদের খোঁজ নিতে বলছেন। তিনি আরো জানিয়েছেন- আমি সব রোগীদের দায়িত্ব নিলাম, চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার সব করা হবে। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে এ পর্যন্ত ভবন থেকে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৪৬ জন মারা গেছে। এর মধ্যে মরদেহ ৩৭ জনকে হস্তান্তর হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ 

অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন বলেও জানান মন্ত্রী।

শুক্রবার সকালে বেইলি রোড অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে রোগীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বলেন, মারা যাওয়া প্রত্যেকের কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

দগ্ধদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। এর মধ্যে বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিকেলে দুইজন ভর্তি রয়েছে। তিনি বলেন, একটা বদ্ধ ঘরে যখন তারা বের হতে পারে না তখন ধোঁয়া তাদের শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকের এমন হয়েছে।

যাদের বেশি হয়েছে দুঃখজনকভাবে তারা বাঁচতে পারেনি। যারা জীবিত আছে তারাও কেউই শঙ্কামুক্ত নয়। আমরা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি এখন আমরা আবার বসব, সব চিকিৎসকদের সঙ্গে বসে করণীয় প্রসঙ্গে সিদ্ধান্ত নেব। এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীর অপ্রয়োজনে স্বজনদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌনে সাতটার সময় আমাকে ফোনে দগ্ধ রোগীদের খোঁজ নিতে বলছেন। তিনি আরো জানিয়েছেন- আমি সব রোগীদের দায়িত্ব নিলাম, চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার সব করা হবে। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে এ পর্যন্ত ভবন থেকে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৪৬ জন মারা গেছে। এর মধ্যে মরদেহ ৩৭ জনকে হস্তান্তর হয়েছে।