ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি

অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • 338

অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন বলেও জানান মন্ত্রী।

শুক্রবার সকালে বেইলি রোড অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে রোগীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বলেন, মারা যাওয়া প্রত্যেকের কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

দগ্ধদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। এর মধ্যে বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিকেলে দুইজন ভর্তি রয়েছে। তিনি বলেন, একটা বদ্ধ ঘরে যখন তারা বের হতে পারে না তখন ধোঁয়া তাদের শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকের এমন হয়েছে।

যাদের বেশি হয়েছে দুঃখজনকভাবে তারা বাঁচতে পারেনি। যারা জীবিত আছে তারাও কেউই শঙ্কামুক্ত নয়। আমরা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি এখন আমরা আবার বসব, সব চিকিৎসকদের সঙ্গে বসে করণীয় প্রসঙ্গে সিদ্ধান্ত নেব। এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীর অপ্রয়োজনে স্বজনদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌনে সাতটার সময় আমাকে ফোনে দগ্ধ রোগীদের খোঁজ নিতে বলছেন। তিনি আরো জানিয়েছেন- আমি সব রোগীদের দায়িত্ব নিলাম, চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার সব করা হবে। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে এ পর্যন্ত ভবন থেকে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৪৬ জন মারা গেছে। এর মধ্যে মরদেহ ৩৭ জনকে হস্তান্তর হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ

অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন বলেও জানান মন্ত্রী।

শুক্রবার সকালে বেইলি রোড অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে রোগীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বলেন, মারা যাওয়া প্রত্যেকের কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

দগ্ধদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। এর মধ্যে বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিকেলে দুইজন ভর্তি রয়েছে। তিনি বলেন, একটা বদ্ধ ঘরে যখন তারা বের হতে পারে না তখন ধোঁয়া তাদের শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকের এমন হয়েছে।

যাদের বেশি হয়েছে দুঃখজনকভাবে তারা বাঁচতে পারেনি। যারা জীবিত আছে তারাও কেউই শঙ্কামুক্ত নয়। আমরা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি এখন আমরা আবার বসব, সব চিকিৎসকদের সঙ্গে বসে করণীয় প্রসঙ্গে সিদ্ধান্ত নেব। এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীর অপ্রয়োজনে স্বজনদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌনে সাতটার সময় আমাকে ফোনে দগ্ধ রোগীদের খোঁজ নিতে বলছেন। তিনি আরো জানিয়েছেন- আমি সব রোগীদের দায়িত্ব নিলাম, চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার সব করা হবে। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে এ পর্যন্ত ভবন থেকে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৪৬ জন মারা গেছে। এর মধ্যে মরদেহ ৩৭ জনকে হস্তান্তর হয়েছে।