ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু বিচের নাম বাতিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 187

কক্সবাজারের ‘বঙ্গবন্ধু বিচ’ নাম বাতিলের প্রতিবাদ ও পুনরায় নামকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে নেতারা এ দাবি জানান।

এসময় সংগঠনের মহাসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ঘাপটি মেরে বসে থাকা রাজাকারের সন্তানরা এ দেশে বঙ্গবন্ধুর নাম টিকতে দিলো না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নামটি যদি বঙ্গবন্ধুর নামে হয়, তাহলে হাজার হাজার পর্যটক তা দেখতে আসবেন। নামের এই পরিপত্র বাতিল হওয়া আমাদের জন্য দুঃখজনক। প্রধানমন্ত্রীকে একটি কথাই বলতে চাই, তার আশপাশে যে মুখগুলো রয়েছে, তারা দেশের ভালো চায় না। তাই ৩০ শতাংশ কোটা ফিরিয়ে দিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কাজে লাগান।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, স্বাধীনতা বিরোধীদের চাপের মুখে বিচের নাম আজ বাতিল করা হয়েছে। বলা হয়েছে বিচের নাম বঙ্গবন্ধুর নামে রেখে নাকি তাকে ছোট করা হয়েছে। কক্সবাজার এখন অর্থনৈতিক অঞ্চল। আমাদের একটাই দাবি, বিচের নাম পাল্টে বঙ্গবন্ধু বিচ রাখা হোক।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কাজী সুলতান ইমাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

চাকরির দেওয়ার নামে ২৮ লাখ টাকা আত্মসাৎ, মেডিকেল অফিসার আটক

বঙ্গবন্ধু বিচের নাম বাতিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৪:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

কক্সবাজারের ‘বঙ্গবন্ধু বিচ’ নাম বাতিলের প্রতিবাদ ও পুনরায় নামকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে নেতারা এ দাবি জানান।

এসময় সংগঠনের মহাসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ঘাপটি মেরে বসে থাকা রাজাকারের সন্তানরা এ দেশে বঙ্গবন্ধুর নাম টিকতে দিলো না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নামটি যদি বঙ্গবন্ধুর নামে হয়, তাহলে হাজার হাজার পর্যটক তা দেখতে আসবেন। নামের এই পরিপত্র বাতিল হওয়া আমাদের জন্য দুঃখজনক। প্রধানমন্ত্রীকে একটি কথাই বলতে চাই, তার আশপাশে যে মুখগুলো রয়েছে, তারা দেশের ভালো চায় না। তাই ৩০ শতাংশ কোটা ফিরিয়ে দিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কাজে লাগান।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, স্বাধীনতা বিরোধীদের চাপের মুখে বিচের নাম আজ বাতিল করা হয়েছে। বলা হয়েছে বিচের নাম বঙ্গবন্ধুর নামে রেখে নাকি তাকে ছোট করা হয়েছে। কক্সবাজার এখন অর্থনৈতিক অঞ্চল। আমাদের একটাই দাবি, বিচের নাম পাল্টে বঙ্গবন্ধু বিচ রাখা হোক।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কাজী সুলতান ইমাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।