ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন Logo বিএনপি নেতার অনুসারীদের হামলায় আহত যুবদল নেতা Logo রাকসুর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন: পর্যবেক্ষণ দল Logo জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিলো না: আসিফ মাহমুদ Logo শিক্ষার্থীদের যোগ্যতা ও নৈতিকতা বিকাশে আলিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ড. হেদায়াত উল্লাহ Logo চাকসু নির্বাচনের পর পদ হারালেন চবি ছাত্রদলের ৪ নেতা Logo দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: জামায়াত আমির Logo বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী: সালাউদ্দিন আহমদ Logo ‘সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার বিএনপিকে জবাব দেবে’ Logo চার ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুন

পোশাকে আরবি থাকায় কিশোরীকে পিটিয়ে হত্যার চেষ্টা

পাকিস্তানে আরবি ক্যালিগ্রাফযুক্ত পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একদল উন্মত্ত জনতা। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রাণে রক্ষা পেয়েছে ওই কিশোরী।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের ইচরা বাজারে এ ঘটনা ঘটে। খবর দ্য ডন অনলাইনের।

ওই কিশোরী কেনাকাটা করতে বের হয়েছিল। কিন্তু পবিত্র কোরআনের আয়াত লেখা জামা পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তার ওপর চড়াও হয় স্থানীয় ক্রেতা ও পথচারীরা। তবে কিছু দোকানি কিশোরীকে রক্ষা করে এবং তাকে একটি দোকানে আশ্রয় দেয়। তারা আরবি ক্যালিগ্রাফযুক্ত পোশাক সম্পর্কে জানত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা কিশোরীকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, উন্মত্ত জনতার আক্রমণের ভয়ে দোকানে লুকিয়ে থাকা কিশোরী কাঁপছে। সে ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করেছে। জানিয়েছে, আরবি ক্যালিগ্রাফযুক্ত পোশাক সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে পরা হয়। এ সময় দোকানিরাও তাকে সমর্থন জানায়। বলে, কিশোরীর পোশাকে লেখা বর্ণ এবং শব্দের সঙ্গে পবিত্র কোরআনের সম্পর্ক নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানিরা ব্যাখ্যা দিলে জনতার একাংশ বিভক্ত হয়ে পড়ে। তবে কিছু উগ্রপন্থী ধর্ম অবমাননার অভিযোগে জোর দিতে থাকে। এর মধ্যেই পুলিশ এসে কিশোরীকে নিয়ে যায়। তার আগে পুলিশ পোশাকটি পরীক্ষা করে এবং জানায় কিশোরী ধর্ম অবমাননা করেনি।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, কিশোরী যে পোশাক পরেছিল তাতে লেখা ছিল ‘হালুয়া’, যার অর্থ মিষ্টি। ভুক্তভোগী কিশোরী বলেছে, আমার ধর্ম অবমাননার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না, এটা ভুলবশত ঘটেছে। তারপরও যা ঘটেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং কখনই ধর্ম অবমাননা করব না।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন

পোশাকে আরবি থাকায় কিশোরীকে পিটিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় ০২:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

পাকিস্তানে আরবি ক্যালিগ্রাফযুক্ত পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একদল উন্মত্ত জনতা। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রাণে রক্ষা পেয়েছে ওই কিশোরী।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের ইচরা বাজারে এ ঘটনা ঘটে। খবর দ্য ডন অনলাইনের।

ওই কিশোরী কেনাকাটা করতে বের হয়েছিল। কিন্তু পবিত্র কোরআনের আয়াত লেখা জামা পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তার ওপর চড়াও হয় স্থানীয় ক্রেতা ও পথচারীরা। তবে কিছু দোকানি কিশোরীকে রক্ষা করে এবং তাকে একটি দোকানে আশ্রয় দেয়। তারা আরবি ক্যালিগ্রাফযুক্ত পোশাক সম্পর্কে জানত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা কিশোরীকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, উন্মত্ত জনতার আক্রমণের ভয়ে দোকানে লুকিয়ে থাকা কিশোরী কাঁপছে। সে ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করেছে। জানিয়েছে, আরবি ক্যালিগ্রাফযুক্ত পোশাক সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে পরা হয়। এ সময় দোকানিরাও তাকে সমর্থন জানায়। বলে, কিশোরীর পোশাকে লেখা বর্ণ এবং শব্দের সঙ্গে পবিত্র কোরআনের সম্পর্ক নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানিরা ব্যাখ্যা দিলে জনতার একাংশ বিভক্ত হয়ে পড়ে। তবে কিছু উগ্রপন্থী ধর্ম অবমাননার অভিযোগে জোর দিতে থাকে। এর মধ্যেই পুলিশ এসে কিশোরীকে নিয়ে যায়। তার আগে পুলিশ পোশাকটি পরীক্ষা করে এবং জানায় কিশোরী ধর্ম অবমাননা করেনি।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, কিশোরী যে পোশাক পরেছিল তাতে লেখা ছিল ‘হালুয়া’, যার অর্থ মিষ্টি। ভুক্তভোগী কিশোরী বলেছে, আমার ধর্ম অবমাননার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না, এটা ভুলবশত ঘটেছে। তারপরও যা ঘটেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং কখনই ধর্ম অবমাননা করব না।