ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর : খাদ্যমন্ত্রী

অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর। আর যারা অবৈধ মজুত করে সংকট তৈরি করে তারা দেশের শত্রু। আর দেশের যারা শত্রু, তাদের বিষয়ে কোনো ছাড় নেই। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধানগরে শীব নদীর ওপরে ১৯২ মিটার দীর্ঘ নবনির্মিত সেতুর চলমান কার্যক্রম পরিদর্শন ও দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘যারা দেশের ভালো চায় না, তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়। তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশের জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা রেখে যে ভোট দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করতে হবে।’

সরকারকে বেকায়দায় ফেলতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করে সংকট তৈরির চক্রান্ত করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের দুই দিন আগে হঠাৎ করে অসৎ ব্যবসায়ীরা চালের দাম ৮ থেকে ১০ টাকা বাড়িয়ে দেয়। তারা মনে করেছিল অন্য কেউ খাদ্যমন্ত্রী হলে বুঝতে বুঝতে এক মাস পার হয়ে যাবে। যখন তারা দেখেছে আবার সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী হয়েছেন, তখন তারা বেকায়দায় পড়েছে।

নিজেকে অসাম্প্রদায়িক চেতনার লোক দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি যেখানে মন্দির করেছি, তার পাশে মসজিদও তৈরি করেছি। আমি মানবের সেবা করি, মানব ধর্ম করি। বাংলাদেশ আওয়ামী লীগও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ সে চেতনার পক্ষে রায় দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।’

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক সম্পাদক আবেদ হোসেন মিলন, সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামাণিকসহ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর : খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০১:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর। আর যারা অবৈধ মজুত করে সংকট তৈরি করে তারা দেশের শত্রু। আর দেশের যারা শত্রু, তাদের বিষয়ে কোনো ছাড় নেই। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধানগরে শীব নদীর ওপরে ১৯২ মিটার দীর্ঘ নবনির্মিত সেতুর চলমান কার্যক্রম পরিদর্শন ও দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘যারা দেশের ভালো চায় না, তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়। তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশের জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা রেখে যে ভোট দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করতে হবে।’

সরকারকে বেকায়দায় ফেলতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করে সংকট তৈরির চক্রান্ত করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের দুই দিন আগে হঠাৎ করে অসৎ ব্যবসায়ীরা চালের দাম ৮ থেকে ১০ টাকা বাড়িয়ে দেয়। তারা মনে করেছিল অন্য কেউ খাদ্যমন্ত্রী হলে বুঝতে বুঝতে এক মাস পার হয়ে যাবে। যখন তারা দেখেছে আবার সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী হয়েছেন, তখন তারা বেকায়দায় পড়েছে।

নিজেকে অসাম্প্রদায়িক চেতনার লোক দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি যেখানে মন্দির করেছি, তার পাশে মসজিদও তৈরি করেছি। আমি মানবের সেবা করি, মানব ধর্ম করি। বাংলাদেশ আওয়ামী লীগও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ সে চেতনার পক্ষে রায় দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।’

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক সম্পাদক আবেদ হোসেন মিলন, সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামাণিকসহ প্রমুখ।