ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বিএনপি ঘোষিত জনগণের এক দফা দাবিতে আন্দোলন চলমান। নব উদ্যমে নেতা-কর্মীদের সুসংগঠিত করে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করে যাব। এই অবৈধ সরকারের অধীনে সাজানো-পাতানো প্রহসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করিনি; তাই উপজেলা পরিষদ শুধু নয়, এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি তথা গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইরত দলগুলো।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে নির্যাতিত নেতা-কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন জয়নুল আবদিন ফারুক। এর আগে সকাল ১০টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের বড় কড়িয়া গ্রামে নির্যাতিত ও সন্ত্রাসী হামলায় নিহত নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

হতাহত নেতা-কর্মী ও তাদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে বিএনপি পরাজিত হয়নি, জনগণ হেরে যায়নি। জনগণ বিএনপির কর্মসূচিকে সমর্থন করেছে। গত নির্বাচনে ভোট বর্জন করেছে। আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ-তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে রমজান মাসেও শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি থাকবে। অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি তা প্রতিরোধ করবে।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘আওয়ামী লীগ বলে আমরা হতাশ, এটা সত্য নয়। ভোটবিহীন অবৈধ সরকারের বিরুদ্ধে অতীতের যেকোনো সময়ের চেয়ে বিএনপি আরও বেশি শক্তিশালী। নেতা-কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য তারেক রহমান হতাহত ও নির্যাতিত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম (মনা), জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম (তুহিন), জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি গাজী আবদুল মজিদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মোজাফফর হোসেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন প্রমুখ

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি

আপডেট সময় ১২:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বিএনপি ঘোষিত জনগণের এক দফা দাবিতে আন্দোলন চলমান। নব উদ্যমে নেতা-কর্মীদের সুসংগঠিত করে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করে যাব। এই অবৈধ সরকারের অধীনে সাজানো-পাতানো প্রহসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করিনি; তাই উপজেলা পরিষদ শুধু নয়, এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি তথা গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইরত দলগুলো।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে নির্যাতিত নেতা-কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন জয়নুল আবদিন ফারুক। এর আগে সকাল ১০টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের বড় কড়িয়া গ্রামে নির্যাতিত ও সন্ত্রাসী হামলায় নিহত নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

হতাহত নেতা-কর্মী ও তাদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে বিএনপি পরাজিত হয়নি, জনগণ হেরে যায়নি। জনগণ বিএনপির কর্মসূচিকে সমর্থন করেছে। গত নির্বাচনে ভোট বর্জন করেছে। আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ-তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে রমজান মাসেও শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি থাকবে। অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি তা প্রতিরোধ করবে।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘আওয়ামী লীগ বলে আমরা হতাশ, এটা সত্য নয়। ভোটবিহীন অবৈধ সরকারের বিরুদ্ধে অতীতের যেকোনো সময়ের চেয়ে বিএনপি আরও বেশি শক্তিশালী। নেতা-কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য তারেক রহমান হতাহত ও নির্যাতিত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম (মনা), জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম (তুহিন), জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি গাজী আবদুল মজিদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মোজাফফর হোসেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন প্রমুখ