ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে গেইলকে টপকে শীর্ষে বাবর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • 191

ক্রিস গেইলকে টপকে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। পিএসএলে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে এ মাইলফলকে পৌঁছান পাকিস্তানের সাবেক অধিনায়ক।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৩তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর। এ ক্ষেত্রে শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি তিনি।

২০১২ সালে পাকিস্তান টি-টোয়েন্টি কাপে লাহোরের হয়ে ফয়সালাবাদের বিপক্ষে এ সংস্করণে অভিষেক হয়েছিল বাবরের। ২৭১তম ইনিংসে এসে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। সময়ের হিসাবেও বাবরই দ্রুততম। তার লেগেছে ১১ বছর ৮২ দিন। দুইয়ে থাকা গেইলের লেগেছিল ১১ বছর ২১৫ দিন।

টি–টোয়েন্টিতে ১০ হাজার রান ছুঁতে আজ বাবরের দরকার ছিল মাত্র ৬ রান। দ্বিতীয় ওভারে মির হামজার বলে ২ রান নিয়ে মাইলফলক পূর্ণ করেন পেশোয়ার জালমির হয়ে ইনিংস ওপেন করতে আসা বাবর। পিএসএলের প্রথম ২ ম্যাচেই ফিফটির দেখা পেলেন তিনি। যদিও আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে ৪২ বলে ৬৮ রানের পর আজকের ইনিংসটিও বৃথা গেছে তার। পেশোয়ার হেরেছে দুটি ম্যাচই।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৮.৯০ স্ট্রাইক রেট ও ৪৩.৯৫ গড়ে ব্যাটিং করেছেন বাবর। কমপক্ষে ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে স্ট্রাইক রেটে শুধু শোয়েব মালিকের ওপরে তিনি। তবে ব্যাটিং গড়ের দিক দিয়ে এখানে সবার ওপরে তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

থানার ভেতরে পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

টি-টোয়েন্টিতে গেইলকে টপকে শীর্ষে বাবর

আপডেট সময় ০১:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

ক্রিস গেইলকে টপকে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। পিএসএলে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে এ মাইলফলকে পৌঁছান পাকিস্তানের সাবেক অধিনায়ক।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৩তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর। এ ক্ষেত্রে শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি তিনি।

২০১২ সালে পাকিস্তান টি-টোয়েন্টি কাপে লাহোরের হয়ে ফয়সালাবাদের বিপক্ষে এ সংস্করণে অভিষেক হয়েছিল বাবরের। ২৭১তম ইনিংসে এসে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। সময়ের হিসাবেও বাবরই দ্রুততম। তার লেগেছে ১১ বছর ৮২ দিন। দুইয়ে থাকা গেইলের লেগেছিল ১১ বছর ২১৫ দিন।

টি–টোয়েন্টিতে ১০ হাজার রান ছুঁতে আজ বাবরের দরকার ছিল মাত্র ৬ রান। দ্বিতীয় ওভারে মির হামজার বলে ২ রান নিয়ে মাইলফলক পূর্ণ করেন পেশোয়ার জালমির হয়ে ইনিংস ওপেন করতে আসা বাবর। পিএসএলের প্রথম ২ ম্যাচেই ফিফটির দেখা পেলেন তিনি। যদিও আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে ৪২ বলে ৬৮ রানের পর আজকের ইনিংসটিও বৃথা গেছে তার। পেশোয়ার হেরেছে দুটি ম্যাচই।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৮.৯০ স্ট্রাইক রেট ও ৪৩.৯৫ গড়ে ব্যাটিং করেছেন বাবর। কমপক্ষে ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে স্ট্রাইক রেটে শুধু শোয়েব মালিকের ওপরে তিনি। তবে ব্যাটিং গড়ের দিক দিয়ে এখানে সবার ওপরে তিনি।