ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাওন-সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি Logo ফরাসি যুদ্ধবিমান ‘মিরাজ’ হাতে পেল ইউক্রেন Logo শামীম ওসমানের দাদার বাড়ি থেকে রড খুলে নিলো Logo নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ উদ্বোধন Logo পরিবর্তন করা হলো নোবিপ্রবির বিভিন্ন ভবন, হল, স্থাপনা ও প্রকল্পসমূহের নাম Logo শাজাহানপুরে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি Logo নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিচার ও আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে গাজীপুরে ছাত্রদলের স্মারকলিপি প্রদান Logo নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে  ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন Logo বিপিএল ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজ Logo সমাবেশে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ

মেয়ে ক্রিকেটারদের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বিসিবির মহিলা উইংয়ের হেড অব অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

নতুন দায়িত্ব পাওয়ার পর হাবিবুল বাশার বলেছেন, ‘নতুন একটা চ্যালেঞ্জ নিচ্ছি। আমি মনে করি, আমাদের মেয়েদের ক্রিকেট নিয়ে অনেক কাজ করার আছে। হেড অব অপারেশনস হিসেবে আমার লক্ষ্য থাকবে বাংলাদেশের মেয়েদের আরও বেশি করে ক্রিকেটে আনার চেষ্টা করা।’

পদবি অনুযায়ী মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরীর পর দায়িত্বটা এখন হাবিবুল বাশারেরই সবচেয়ে বেশি। হেড অব অপারেশন হিসেবে দেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের পরিকল্পনা থেকে শুরু করে সবকিছুই দেখভাল করতে হবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। এ ছাড়া মেয়েদের ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েও কাজ করবেন তিনি।

জাতীয় দলের পর বাংলাদেশে এখন শুধু অনূর্ধ্ব-১৯ পর্যায়েই আছে মেয়েদের ক্রিকেট দল। হাবিবুলের চিন্তা আছে মেয়েদের স্কুল ক্রিকেট নিয়েও, ‘ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করতে চাই। চেষ্টা করব স্কুলের মেয়েদের ক্রিকেটে আনতে। তাহলে আমাদের খেলোয়াড় সরবরাহটাও বাড়বে বলে আশা করি।’

বিসিবি কার্যালয়ে আজ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনার পর হাবিবুলের নতুন দায়িত্বে আসাটা চূড়ান্ত হয়। পরে তিনি মহিলা উইং প্রধান শফিউল আলম চৌধুরীর সঙ্গে বসে তার দায়িত্ব ও কাজের পরিধি সম্পর্কে জেনেছেন।

এর আগে ২০১৬ সালে জাতীয় নির্বাচক থাকার সময় মেয়েদের ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল হাবিবুলকে। তবে তিনি সে দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি। তখন অবশ্য মেয়েদের ক্রিকেটে আলাদা নির্বাচক কমিটি ছিল না। জাতীয় নির্বাচক কমিটিই মেয়েদের দল নির্বাচন করত। এখন আলাদা নির্বাচক কমিটি আছে। দুই সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ ও সজল চৌধুরী আছেন সে দায়িত্বে।

জনপ্রিয় সংবাদ

শাওন-সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি

মেয়ে ক্রিকেটারদের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

আপডেট সময় ০৫:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বিসিবির মহিলা উইংয়ের হেড অব অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

নতুন দায়িত্ব পাওয়ার পর হাবিবুল বাশার বলেছেন, ‘নতুন একটা চ্যালেঞ্জ নিচ্ছি। আমি মনে করি, আমাদের মেয়েদের ক্রিকেট নিয়ে অনেক কাজ করার আছে। হেড অব অপারেশনস হিসেবে আমার লক্ষ্য থাকবে বাংলাদেশের মেয়েদের আরও বেশি করে ক্রিকেটে আনার চেষ্টা করা।’

পদবি অনুযায়ী মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরীর পর দায়িত্বটা এখন হাবিবুল বাশারেরই সবচেয়ে বেশি। হেড অব অপারেশন হিসেবে দেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের পরিকল্পনা থেকে শুরু করে সবকিছুই দেখভাল করতে হবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। এ ছাড়া মেয়েদের ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েও কাজ করবেন তিনি।

জাতীয় দলের পর বাংলাদেশে এখন শুধু অনূর্ধ্ব-১৯ পর্যায়েই আছে মেয়েদের ক্রিকেট দল। হাবিবুলের চিন্তা আছে মেয়েদের স্কুল ক্রিকেট নিয়েও, ‘ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করতে চাই। চেষ্টা করব স্কুলের মেয়েদের ক্রিকেটে আনতে। তাহলে আমাদের খেলোয়াড় সরবরাহটাও বাড়বে বলে আশা করি।’

বিসিবি কার্যালয়ে আজ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনার পর হাবিবুলের নতুন দায়িত্বে আসাটা চূড়ান্ত হয়। পরে তিনি মহিলা উইং প্রধান শফিউল আলম চৌধুরীর সঙ্গে বসে তার দায়িত্ব ও কাজের পরিধি সম্পর্কে জেনেছেন।

এর আগে ২০১৬ সালে জাতীয় নির্বাচক থাকার সময় মেয়েদের ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল হাবিবুলকে। তবে তিনি সে দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি। তখন অবশ্য মেয়েদের ক্রিকেটে আলাদা নির্বাচক কমিটি ছিল না। জাতীয় নির্বাচক কমিটিই মেয়েদের দল নির্বাচন করত। এখন আলাদা নির্বাচক কমিটি আছে। দুই সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ ও সজল চৌধুরী আছেন সে দায়িত্বে।