ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা Logo নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা Logo আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি Logo আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ Logo যেভাবে দেখবেন এসএসসির পুনঃর্নিরীক্ষণের ফল Logo পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

সাকিবের আউটের পর ব্যাঙ্গাত্মক উদযাপন তামিমের

তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের তিক্ততা যেন মাত্রা ছাড়াতে শুরু করেছে। দুইজনের মধ্যেকার শীতল সম্পর্ক একাধিকবার প্রকাশ্যে এসেছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আবার কেউ টেলিভিশন পর্দায় একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমকেএস ব্যাটের উদ্বোধনী অনুষ্ঠানে, দুজনের একে অন্যকে এড়িয়ে যাওয়ার ভিডিওটাও বেশ আলোচিত হয়েছিল।

কিন্তু, তামিম-সাকিবের দেখা হলো ক্রিকেটের মাঠে। বিপিএলের এবারের আসরে এর আগেও মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের বড় দুই তারকা। সেবার অবশ্য অতটা উত্তাপ ছড়ায়নি দুজনের লড়াই। তবে চট্টগ্রামে তামিম ইকবালের শহরে এসে তা যেন খানিক মাত্রাই ছাড়ালো।

সাকিব-তামিম সম্পর্কের শীতলতা এতদিন একপাক্ষিক ভেবেছিলেন অনেক ক্রিকেট সমর্থকই। তবে গতকাল আলোচনায় এসেছেন তামিম ইকবালই। সাকিবের উইকেটের পর ব্যাঙ্গাত্মক উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে সেই ভিডিও এখন সবার মাঝে আলোচনার খোরাক জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসে। ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তামিম। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে সময় নেননি লোকাল বয় তামিম। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেলেছিলেন। কিন্তু তখনই বিপত্তি। সাকিবের বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম। ইনিংসের চুতর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরে পাঠান সাকিব।

আউট করে নিজের চিরায়িত স্বাভাবিক সেলিব্রেশন করেন তিনি। তামিমের দিকে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। সেখানেই থামে বিষয়টি। কিন্তু সাকিবের বলে আউট হওয়াটা যেন গেঁথে ছিল তামিমের মাঝে। পুরাতন বন্ধুর প্রতি তিক্ততা কতখানি, তা টের পাওয়া গেল রংপুরের ইনিংস চলাকালে।

ব্যাট করতে নেমে চট্টগ্রামে আলো ছড়িয়েছেন সাকিব নিজেও। ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। তবে উড়িয়ে মারতে গিয়ে ইনিংস বড় করা হয়নি তার। মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দেন সাকিব। এরপরেই সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম।

সেই ভিডিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বড়পর্দায় যেমন ধরা পড়েছে। তেমনি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই বন্ধুর সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনাও চলছে নতুন আঙ্গিকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

সাকিবের আউটের পর ব্যাঙ্গাত্মক উদযাপন তামিমের

আপডেট সময় ১২:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের তিক্ততা যেন মাত্রা ছাড়াতে শুরু করেছে। দুইজনের মধ্যেকার শীতল সম্পর্ক একাধিকবার প্রকাশ্যে এসেছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আবার কেউ টেলিভিশন পর্দায় একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমকেএস ব্যাটের উদ্বোধনী অনুষ্ঠানে, দুজনের একে অন্যকে এড়িয়ে যাওয়ার ভিডিওটাও বেশ আলোচিত হয়েছিল।

কিন্তু, তামিম-সাকিবের দেখা হলো ক্রিকেটের মাঠে। বিপিএলের এবারের আসরে এর আগেও মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের বড় দুই তারকা। সেবার অবশ্য অতটা উত্তাপ ছড়ায়নি দুজনের লড়াই। তবে চট্টগ্রামে তামিম ইকবালের শহরে এসে তা যেন খানিক মাত্রাই ছাড়ালো।

সাকিব-তামিম সম্পর্কের শীতলতা এতদিন একপাক্ষিক ভেবেছিলেন অনেক ক্রিকেট সমর্থকই। তবে গতকাল আলোচনায় এসেছেন তামিম ইকবালই। সাকিবের উইকেটের পর ব্যাঙ্গাত্মক উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে সেই ভিডিও এখন সবার মাঝে আলোচনার খোরাক জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসে। ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তামিম। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে সময় নেননি লোকাল বয় তামিম। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেলেছিলেন। কিন্তু তখনই বিপত্তি। সাকিবের বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম। ইনিংসের চুতর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরে পাঠান সাকিব।

আউট করে নিজের চিরায়িত স্বাভাবিক সেলিব্রেশন করেন তিনি। তামিমের দিকে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। সেখানেই থামে বিষয়টি। কিন্তু সাকিবের বলে আউট হওয়াটা যেন গেঁথে ছিল তামিমের মাঝে। পুরাতন বন্ধুর প্রতি তিক্ততা কতখানি, তা টের পাওয়া গেল রংপুরের ইনিংস চলাকালে।

ব্যাট করতে নেমে চট্টগ্রামে আলো ছড়িয়েছেন সাকিব নিজেও। ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। তবে উড়িয়ে মারতে গিয়ে ইনিংস বড় করা হয়নি তার। মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দেন সাকিব। এরপরেই সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম।

সেই ভিডিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বড়পর্দায় যেমন ধরা পড়েছে। তেমনি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই বন্ধুর সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনাও চলছে নতুন আঙ্গিকে।