ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন Logo এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন Logo মুন্সীগঞ্জে এনসিপির পথসভা: “নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে” Logo সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি শোয়াইব Logo পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন Logo ‘যতদিন বাংলাদেশের নাম থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম’ Logo গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলার বাংলাদেশ করা হোক- আমির হামজা Logo ‘সামনের জুলাই তুই কনে থাকবি’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি Logo যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণ হতে শঙ্কা Logo গোপালগঞ্জে সংঘর্ষে আরও একজনের মৃত্যু

সাকিবের আউটের পর ব্যাঙ্গাত্মক উদযাপন তামিমের

তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের তিক্ততা যেন মাত্রা ছাড়াতে শুরু করেছে। দুইজনের মধ্যেকার শীতল সম্পর্ক একাধিকবার প্রকাশ্যে এসেছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আবার কেউ টেলিভিশন পর্দায় একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমকেএস ব্যাটের উদ্বোধনী অনুষ্ঠানে, দুজনের একে অন্যকে এড়িয়ে যাওয়ার ভিডিওটাও বেশ আলোচিত হয়েছিল।

কিন্তু, তামিম-সাকিবের দেখা হলো ক্রিকেটের মাঠে। বিপিএলের এবারের আসরে এর আগেও মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের বড় দুই তারকা। সেবার অবশ্য অতটা উত্তাপ ছড়ায়নি দুজনের লড়াই। তবে চট্টগ্রামে তামিম ইকবালের শহরে এসে তা যেন খানিক মাত্রাই ছাড়ালো।

সাকিব-তামিম সম্পর্কের শীতলতা এতদিন একপাক্ষিক ভেবেছিলেন অনেক ক্রিকেট সমর্থকই। তবে গতকাল আলোচনায় এসেছেন তামিম ইকবালই। সাকিবের উইকেটের পর ব্যাঙ্গাত্মক উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে সেই ভিডিও এখন সবার মাঝে আলোচনার খোরাক জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসে। ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তামিম। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে সময় নেননি লোকাল বয় তামিম। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেলেছিলেন। কিন্তু তখনই বিপত্তি। সাকিবের বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম। ইনিংসের চুতর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরে পাঠান সাকিব।

আউট করে নিজের চিরায়িত স্বাভাবিক সেলিব্রেশন করেন তিনি। তামিমের দিকে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। সেখানেই থামে বিষয়টি। কিন্তু সাকিবের বলে আউট হওয়াটা যেন গেঁথে ছিল তামিমের মাঝে। পুরাতন বন্ধুর প্রতি তিক্ততা কতখানি, তা টের পাওয়া গেল রংপুরের ইনিংস চলাকালে।

ব্যাট করতে নেমে চট্টগ্রামে আলো ছড়িয়েছেন সাকিব নিজেও। ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। তবে উড়িয়ে মারতে গিয়ে ইনিংস বড় করা হয়নি তার। মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দেন সাকিব। এরপরেই সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম।

সেই ভিডিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বড়পর্দায় যেমন ধরা পড়েছে। তেমনি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই বন্ধুর সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনাও চলছে নতুন আঙ্গিকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন

সাকিবের আউটের পর ব্যাঙ্গাত্মক উদযাপন তামিমের

আপডেট সময় ১২:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের তিক্ততা যেন মাত্রা ছাড়াতে শুরু করেছে। দুইজনের মধ্যেকার শীতল সম্পর্ক একাধিকবার প্রকাশ্যে এসেছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আবার কেউ টেলিভিশন পর্দায় একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমকেএস ব্যাটের উদ্বোধনী অনুষ্ঠানে, দুজনের একে অন্যকে এড়িয়ে যাওয়ার ভিডিওটাও বেশ আলোচিত হয়েছিল।

কিন্তু, তামিম-সাকিবের দেখা হলো ক্রিকেটের মাঠে। বিপিএলের এবারের আসরে এর আগেও মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের বড় দুই তারকা। সেবার অবশ্য অতটা উত্তাপ ছড়ায়নি দুজনের লড়াই। তবে চট্টগ্রামে তামিম ইকবালের শহরে এসে তা যেন খানিক মাত্রাই ছাড়ালো।

সাকিব-তামিম সম্পর্কের শীতলতা এতদিন একপাক্ষিক ভেবেছিলেন অনেক ক্রিকেট সমর্থকই। তবে গতকাল আলোচনায় এসেছেন তামিম ইকবালই। সাকিবের উইকেটের পর ব্যাঙ্গাত্মক উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে সেই ভিডিও এখন সবার মাঝে আলোচনার খোরাক জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসে। ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তামিম। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে সময় নেননি লোকাল বয় তামিম। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেলেছিলেন। কিন্তু তখনই বিপত্তি। সাকিবের বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম। ইনিংসের চুতর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরে পাঠান সাকিব।

আউট করে নিজের চিরায়িত স্বাভাবিক সেলিব্রেশন করেন তিনি। তামিমের দিকে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। সেখানেই থামে বিষয়টি। কিন্তু সাকিবের বলে আউট হওয়াটা যেন গেঁথে ছিল তামিমের মাঝে। পুরাতন বন্ধুর প্রতি তিক্ততা কতখানি, তা টের পাওয়া গেল রংপুরের ইনিংস চলাকালে।

ব্যাট করতে নেমে চট্টগ্রামে আলো ছড়িয়েছেন সাকিব নিজেও। ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। তবে উড়িয়ে মারতে গিয়ে ইনিংস বড় করা হয়নি তার। মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দেন সাকিব। এরপরেই সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম।

সেই ভিডিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বড়পর্দায় যেমন ধরা পড়েছে। তেমনি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই বন্ধুর সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনাও চলছে নতুন আঙ্গিকে।