ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন সভাপতি সুমন,সেক্রেটারি রাকিব Logo যারা মাদরাসা শিক্ষার টুটি ধরতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে Logo নোয়াখালীতে বন্যার্তদের সহযোগিতায় হেল্পলাইন চালু করলো ছাত্রশিবির Logo এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত Logo দোহারে ডাকাতির মামলার ০৪ জন আসামী গ্রেফতার Logo গোবিন্দগঞ্জে গভীর রাতে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক Logo অনুপ্রবেশের দায়ে আওয়ামী লীগ নেতা পশ্চিমবঙ্গে গ্রেফতার Logo ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা Logo ফাঁস হওয়া অডিওতে হাসিনার গুলি চালানোর নির্দেশের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি Logo মুহুরী নদীর বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত,প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 266

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।

জনপ্রিয় সংবাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন সভাপতি সুমন,সেক্রেটারি রাকিব

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

আপডেট সময় ১০:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।