ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 335

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

আপডেট সময় ১০:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।