ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 224

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

আপডেট সময় ১০:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।