ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কক্সবাজার নয়, ওয়াশিংটনে আছেন পিটার হাস Logo ভারতে আকস্মিক বন্যায় ৯ সেনাসহ দেড় শতাধিক নিখোঁজ Logo আজ টিভিতে যে খেলা দেখবেন Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 288

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার নয়, ওয়াশিংটনে আছেন পিটার হাস

প্রবাসে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩৫২ শিক্ষার্থী

আপডেট সময় ১০:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।

তপন কুমার সরকার বলেন, ‘দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।