ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সং’ঘর্ষ Logo ১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে ভালো নির্বাচন হয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে অনেক ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, মাত্র এক মাসের ব্যবধানে দুটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনো তাদের (পাকিস্তান) মধ্যে সংকট ও হানাহানি চলছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় এসব কথা বলেন আহসানুল ইসলাম। রাজধানীর মতিঝিলে এমসিসিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে আহসানুল ইসলাম বলেন, ‘সম্প্রতি আমার সঙ্গে একটা দেশের রাষ্ট্রদূত গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলেছিলেন। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে সেই রাষ্ট্রদূতের কাছে পাকিস্তানের নির্বাচনের বিষয়ে জানতে চাইলাম। কিন্তু দেখা গেল তিনি এ বিষয়ে কথা বলতে উৎসাহী নন। পরাশক্তিগুলো বাইরে থেকে দেশের অভ্যন্তরের পার্থক্য বোঝে না, এটা দৃশ্যমান।’

এ সময় মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থানের সমালোচনা করেন আহসানুল ইসলাম। তিনি বলেন, ‘এ দেশে ২০০ বছরের ব্রিটিশ শাসন ছিল। তার আগে তারাই দাস নিয়ে গিয়ে কাজ করাত। ৯/১১–এর পরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে পশ্চিমারা যা করেছে, এসব ক্ষেত্রে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের কথা হয়নি। সুতরাং আমরা যেন এ চাপগুলোকে চাপ মনে না করি। আমাদের শক্তিশালী ও গতিশীল নেতৃত্ব রয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) চাপে নতি স্বীকার করার মানুষ নন।’

যারা অনেক উৎসাহী হয়ে দেশের অগ্রগতি দেখেন না বা দেখতে চান না, তাদের পাকিস্তানের কথা চিন্তা করার পরামর্শ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘১৯৭১ সালে জয়ী না হলে বর্তমান পাকিস্তানের মতো আমাদের অবস্থা হতো।’

এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমসিসিআই সহসভাপতি সিমিন রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফিন্যান্স) ও এমসিসিআই পরিচালক উজমা চৌধুরী প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে ভালো নির্বাচন হয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে অনেক ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, মাত্র এক মাসের ব্যবধানে দুটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনো তাদের (পাকিস্তান) মধ্যে সংকট ও হানাহানি চলছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় এসব কথা বলেন আহসানুল ইসলাম। রাজধানীর মতিঝিলে এমসিসিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে আহসানুল ইসলাম বলেন, ‘সম্প্রতি আমার সঙ্গে একটা দেশের রাষ্ট্রদূত গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলেছিলেন। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে সেই রাষ্ট্রদূতের কাছে পাকিস্তানের নির্বাচনের বিষয়ে জানতে চাইলাম। কিন্তু দেখা গেল তিনি এ বিষয়ে কথা বলতে উৎসাহী নন। পরাশক্তিগুলো বাইরে থেকে দেশের অভ্যন্তরের পার্থক্য বোঝে না, এটা দৃশ্যমান।’

এ সময় মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থানের সমালোচনা করেন আহসানুল ইসলাম। তিনি বলেন, ‘এ দেশে ২০০ বছরের ব্রিটিশ শাসন ছিল। তার আগে তারাই দাস নিয়ে গিয়ে কাজ করাত। ৯/১১–এর পরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে পশ্চিমারা যা করেছে, এসব ক্ষেত্রে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের কথা হয়নি। সুতরাং আমরা যেন এ চাপগুলোকে চাপ মনে না করি। আমাদের শক্তিশালী ও গতিশীল নেতৃত্ব রয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) চাপে নতি স্বীকার করার মানুষ নন।’

যারা অনেক উৎসাহী হয়ে দেশের অগ্রগতি দেখেন না বা দেখতে চান না, তাদের পাকিস্তানের কথা চিন্তা করার পরামর্শ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘১৯৭১ সালে জয়ী না হলে বর্তমান পাকিস্তানের মতো আমাদের অবস্থা হতো।’

এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমসিসিআই সহসভাপতি সিমিন রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফিন্যান্স) ও এমসিসিআই পরিচালক উজমা চৌধুরী প্রমুখ।